বরের লুক নিয়ে সমস্যা? সামনেই বিয়ে? কি সাজবেন ভাবছেন?

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বিয়ের অনুষ্ঠানে পোশাক অথবা সাজসজ্জা নিয়ে মেয়েদের আগ্রহ একটু বেশিই থাকে। কিন্তু যেহেতু বিয়ে সাধারণত মানুষ জীবনে একবারই করে, তাই বরের পোশাক আর সাজসজ্জা নিয়েও সচেতন হওয়া উচিত। তবে বিয়ের দিন নিজেকে ব্যক্তিত্বের সাথে উপস্থাপন করতে চাইলে কোন পোশাকে আপনাকে সবচেয়ে ভালো মানাবে তা জেনে নিন এখানে।

অপরূপা কনের সাথে বর হিসেবে আপনাকেও হতে হবে ফিটফাট এবং আকর্ষণীয়। এজন্য বিয়েতে বরের পোশাক হিসেবে শেরওয়ানির জুড়ি নেই। নবাবি নাগরা, বাহারি পাগড়ি মাথায় দিয়ে রাজকীয় শেরওয়ানি গায়ে বর সাজবে রাজপুত্রের বেশে। পরবর্তী ট্রেন্ড হলো একটি ঐতিহ্যবাহী ভারী সুন্দর শেরওয়ানি । এই ধরনের পোশাকে শুধু এমব্রয়ডারি কাজ না , মুক্ত এবং অন্যান্য রত্নও থাকবে। এই পোশাকটি আপনাকে একটা জাঁকজমকপূর্ণ স্টানিং লুক দেবে এবং আপনি সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। 

পরবর্তী ট্রেন্ড হলো একটি ঐতিহ্যবাহী ভারী সুন্দর শেরওয়ানি । এই ধরনের পোশাকে শুধু এমব্রয়ডারি কাজ না , মুক্ত এবং অন্যান্য রত্নও থাকবে। এই পোশাকটি আপনাকে একটা জাঁকজমকপূর্ণ স্টানিং লুক দেবে এবং আপনি সকলের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন।

জামাই ফিরানিতে বর সাজাতে পারেন ন্যাচারাল লুকে। এ সময় মূলত শ্বশুরবাড়ি থেকে উপহার দেওয়া পোশাক পরতে হয়। সাধারণত জামাইকে পাঞ্জাবি-পায়জামা ও স্যান্ডেল দেওয়া হয়। বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে যাওয়া হচ্ছে বলে এদিন ট্র্যাডিশনাল পোশাক পরাই ভালো।

বরের গায়ের রঙের সঙ্গে মানিয়ে পোশাক পরাটাই খুবই ভালো। এছাড়া বর অনুযায়ী শেরওয়ানি লম্বা বা খাটো কিংবা ডিজাইন বেছে নেয়াটা জরুরি। এমব্রয়ডারি, জরি, কারচুপি বা স্টোনের কাজের শেরওয়ারি বাজারে প্রচুর পাওয়া যায়।

তবে খুব ভারি কাজ হলেই যে বরকে ভালো লাগবে কিংবা কম কাজেরটা খারাপ লাগবে এমনটা ভাবা ঠিক নয়। অন্যদিকে বিয়ের অনুষ্ঠানে শেরওয়ানি পরলেও বউভাতে বর যদি স্যুট-টাই বা ফরমাল পোশাকে উপস্থিত হন, তবে সেটা ভালো দেখায়।

বৌভাতের অনুষ্ঠানে বর প্রিন্সকোটও পরতে পারেন। সোনালি, রুপালি, কালো, খয়েরিসহ নানা রঙের প্রিন্সকোট বাজারে পাওয়া যায়। চাইলে বানিয়ে নেয়াও যায়। তবে এ পোশাকটাও বরের শরীরের সঙ্গে মানানসই করে পরলে ভালো।

তবে এর পাশাপাশি কনের পোশাকের সঙ্গে মিল রেখে বরও যদি পোশাক পরেন, তবে বিয়ের সৌন্দর্য আরও বাড়বে। তবে বরের গায়ের রঙের সঙ্গে মানিয়ে পোশাক পরাটাই খুবই ভালো। এছাড়া বর অনুযায়ী শেরওয়ানি লম্বা বা খাটো কিংবা ডিজাইন বেছে নেয়াটা জরুরি। এমব্রয়ডারি, জরি, কারচুপি বা স্টোনের কাজের শেরওয়ারি বাজারে প্রচুর পাওয়া যায়।

Journalist Name : Aparna Dutta

Related News