টেস্টের ক্যাপ্টেন্সি ত্যাগ করলেন উইলিয়ামসন

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

উইলিয়ামসনের ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড জিতেছে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিউয়িদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ও সেরা অধিনায়ক কেন উইলিয়ামসন এ বার টেস্ট ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন। কেনের এই হঠাৎ সিদ্ধান্তে চমকে গিয়েছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবার জানিয়েছে যে কেন উইলিয়ামসন টেস্ট দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন। এর পাশাপাশি বোর্ড আরও জানিয়েছে যে তার জায়গায় এখন টেস্ট দলের নেতৃত্ব থাকবে অভিজ্ঞ ফাস্ট বোলার টিম সাউদির হাতে। এছাড়া এই ফর্ম্যাটের ক্রিকেটে সহ-অধিনায়ক করা হয়েছে টম ল্যাথামকে। দীর্ঘ ছয়বছর ধরে লাল বলের ফরম্যাটে কিউয়িদের নেতা উইলিয়ামসন। তাঁর ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি কিউয়িদের প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম কারণ। ব্ল্যাক ক্যাপসের হয়ে ৪০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ২২টি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে উইলিয়ামসনের।

১০টি টেস্টে হার ও আটটি ড্র। জয়ের হার ৫৫ শতাংশ। টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেও এই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন কেন। ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দেবেন আগের মতোই। উইলিয়ামসন সরে যাওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম ল্যাথাম। তবে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে অধিনায়ক থাকছেন উইলিয়ামসনই। কিউয়ি নেতার অধীনে টেস্ট ক্রিকেটে বেশ সফল নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে গতবছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল কিউইরা। সাদা জার্সিতে এ বার থেকে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামবেন তিনি। কেন বেছে বেছে শুধু টেস্ট ফরম্যাটে নেতৃত্ব ছাড়লেন কেন? সীমিত ওভারের ফরম্যাটে এখন থেকে বেশি মনোযোগ দিতে চান। সিদ্ধান্তের কথা জানিয়ে ৩২ বছরের উইলিয়ামসন বলেছেন,”মাঠে নেমে নেতৃত্ব দেওয়ার সময় ভেতর-বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। আমার মতে, কেরিয়ারের এই পর্যায়ে এসে আমার সিদ্ধান্তটা ঠিক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমি তেমনই অনুভব করছি। বিগত ২ বছর ধরে দুটো বিশ্বকাপ রয়েছে। এই পরিস্থিতিতে সীমিত ওভারের ক্রিকেটে ফোকাস করতে চাই।” উইলিয়ামসনের থেকে টেস্ট নেতৃত্ব গিয়েছে টিম সাউদির কাঁধে। সেই সম্পর্কে দলের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, “কেনের ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ড প্রচুর সাফল্য পেয়েছে। তাঁর নেতৃত্বে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে নিউজিল্যান্ড। আমাদের আশা, “টেস্ট অধিনায়ক হয়ে মনে হচ্ছে এটা অবাস্তব ঘটনা। আমার কাছে এটা ভীষণ গর্বের। টেস্ট খেলতে ভাল লাগে। কঠিন চ্যালেঞ্জ। সেই লাল বলের ক্রিকেটে অধিনায়ক হয়ে ভাল লাগছে।দায়িত্ব কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে কেন উইলিয়ামসনের স্থায়ীত্ব আরও দীর্ঘ হবে।” এদিকে পাকিস্তান সফরের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। চার বছর আগে শেষবার কিউয়িদের হয়ে টেস্ট খেলেছিলেন সোধি। ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করাচি টেস্ট। 
নিউ জ়িল্যান্ডের ৩১তম অধিনায়ক সাউদি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে কাজ শুরু তাঁর। পাকিস্তানে গিয়ে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউ জ়িল্যান্ড।

Journalist Name : Aparna Dutta

Related News