কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুন ঘোষণা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারের ডিএ মামলা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই ন্যায্য ডিএ চেয়ে আদালতে দরবার করছেন। এরই মধ্যে নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে চলেছে।


মোদি সরকার জানুয়ারিতে তিনটি বড় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করা হচ্ছে সূত্রের খবর। সরাসরি ভাবে এর প্রভাব পড়বে কোটি কোটি কর্মচারীর উপর। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে ব্যাপক বৃদ্ধি পাবে। মোদি সরকারের পক্ষ থেকে প্রতি ছয় মাসে ডিএ-ডিআর বৃদ্ধি করে থাকে। এবার সেই ব্যবস্থাই নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ফের পরিবর্তন করতে হবে।এ বার ৫ শতাংশ ডিএ বাড়তে পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। অতএব কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বেড়ে দাঁড়াবে ৪৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় ডিএ-র পরিমাণ ৩৮ শতাংশ। মোদি সরকার গত জুলাই মাসেও মহার্ঘ্য ভাতা বাড়িয়েছিল, সে বার বেড়েছিল ৪ শতাংশ। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এতে ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বকেয়া মূলত করোনা অতিমারী সময়কার। মোদি সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ করোনা কালের ১৮ মাস সরকারি কর্মীদের ডিএ স্থগিত করেছিল। পরে ডিএ সরাসরি ১১ শতাংশ বৃদ্ধি করা হয়ে। বকেয়া মেটানো হয়নি। সরকার যদি এই বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেয়, তা হলে নতুন বছরে এটি একটি বড় উপহার হতে পারে। তবে, বকেয়া ডিএ মেটানোর বিষয়টি কর্মচারীদের পে ব্যান্ড এবং বেতন কাঠামোর উপর নির্ভর করবে। সূত্রে জানা গিয়েছে, সরকার অষ্টম বেতন কমিশন করতে রাজি নয়। সরকারের নতুন ধারণা প্রসঙ্গে জানা গিয়েছে, একটি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হবে। এই ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে বেতন ধার্য্য হয়েছে, কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ, তবে তা ৩.৬৮ গুণ বাড়ানোর দাবি করা হচ্ছে। এই পদ্ধতি অনুমোদন যথেষ্ট স্বীকৃতি পেলে কর্মচারীদের বেতন ব্যাপক বৃদ্ধি পাবে। হিসেব করে বলতে গেলে, বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী, যদি একজন কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা হয়, তা হলে ভাতা বাদে, তাঁর বেতন ১৮,০০০-এর ২.৫৭ গুণ, অর্থাৎ ৪৬,২৬০ টাকা। যদি কর্মচারীদের দাবি মেনে নেওয়া হয়, তা হলে এই কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন হবে ২৬ হাজার টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর হবে ৩.৬৮ গুণ। সেই অনুযায়ী ভাতা বাদে, এই কর্মচারীদের বেতন প্রতি মাসে দাঁড়াবে ৯৫,৬৮০ টাকা।

Journalist Name : Aparna Dutta

Related News