IPL-র মিনি নিলামে কারা বিক্রি হলেন? কারা অবিক্রিত থাকলেন? দেখুন পুরো তালিকা

banner

#Pravati Sangbad digital Desk:

আইপিএল-২০২৩ (IPL 2023) শুরু হতে হাতে এখনও বেশ খানিকটা সময় রয়েছে। তবে এ বছরের শেষেই ঠিক হয়ে গেল কোন তারকা কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। কোচিতে আজ, শুক্রবার ২৩ ডিসেম্বর ছিল আইপিলের মিনি নিলাম (IPL 2023 Auction)। ২০২২ সাল থেকে আট দলের বদলে ১০ দলের আইপিএল শুরু হয়েছে। এ বারের নিলামে ছিল দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম ছিল। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ছিল ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে ছিলেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলে ফেলেছেন। ২৮২ জন ক্রিকেটার আপক্যাপড। কোচিতে হওয়া মিনি নিলামে আইপিএলের ১০ দল আজ ১৬৭ কোটি টাকা খরচ করেছে। মোট ৮০ জন প্লেয়ারের আজ আইপিএল দল পেয়েছেন। যার মধ্যে রয়েছেন মোট ৫১ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৯ জন বিদেশি ক্রিকেটার। সব চেয়ে বেশি দাম পেয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্য়াম কারান। ১৮.৫০ কোটিতে পঞ্জাব কিংস কিনেছে তাঁকে।
নিলামে কোন কোন খেলোয়াড় দলে পেলেন এবং কোন কোন খেলোয়াড় অবিক্রিত থাকলেন, দেখে নিন পুরো তালিকা -
 কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, গুজরাট টাইটানস।
হ্যারি ব্রুক (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১৩.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

মায়াঙ্ক আগরওয়াল (ভারত, বেস প্রাইজ ১ কোটি টাকা): ৮.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

অজিঙ্কা রাহানে (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।

জো রুট (ইংল্যান্ড, বেস প্রাইজ ১ কোটি টাকা): এক কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

শাকিব আল হাসান (বাংলাদেশ, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার কোচিতে আইপিএলের মিনি নিলামে মূলত শূন্যস্থান ভরাট করল দলগুলি। নিলামে কোন কোন খেলোয়াড় দলে পেলেন এবং কোন কোন খেলোয়াড় অবিক্রিত থাকলেন, দেখে নিন পুরো তালিকা -

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, গুজরাট টাইটানস।

হ্যারি ব্রুক (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১৩.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

মায়াঙ্ক আগরওয়াল (ভারত, বেস প্রাইজ ১ কোটি টাকা): ৮.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

অজিঙ্কা রাহানে (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।

জো রুট (ইংল্যান্ড, বেস প্রাইজ ১ কোটি টাকা): এক কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

শাকিব আল হাসান (বাংলাদেশ, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স।

স্যাম কারান (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৮.৫ কোটি টাকা, পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে দামী খেলোয়াড় হলেন।

সিকন্দর রাজা (জিম্বাবোয়ে, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, পঞ্জাব কিংস।

ওডিয়ান স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, গুজরাট টাইটানস।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ২ কোটি টাকা): ৫.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৭.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

বেন স্টোকস (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৬.২৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস।

নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ২ কোটি টাকা): ১৬ কোটি টাকা, লখনউ সুপার জায়েন্টস।

হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ১ কোটি টাকা): ৫.২৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।

টম ব্যান্টন (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।

ফিল সল্ট (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

ক্রিস জর্ডন (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।

রিকি টপলে (ইংল্যান্ড, বেস প্রাইজ ৭৫ লাখ টাকা): ১.৯ কোটি টাকা, রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর।

জয়দেব উনাদকাট (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, লখনউ সুপার জায়েন্টস।

অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।

ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

ইশান্ত শর্মা (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, দিল্লি ক্যাপিটালস।

আদিল রশিদ (ইংল্যান্ড, বেস প্রাইজ ২ কোটি টাকা): ২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ১ কোটি টাকা): ১ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ১.৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস।

তাবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ১ কোটি টাকা): অবিক্রিত।

মুজিব-উর-রহমান (আফগানিস্তান, বেস প্রাইজ ১ কোটি টাকা): অবিক্রিত।

মায়াঙ্ক মারকাণ্ডে (ভারত, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): ৫০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

আনমলপ্রীত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

চেতন এলআর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

শুভম খাজুরিয়া (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

রোহন কুন্নুমাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

শেখ রশিদ (ভারত, বেস প্রাইজt ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।

হিম্মত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

বিভ্রান্ত শর্মা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২.৬ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

প্রিয়ম গর্গ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

সম্রাট ব্যাস (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

সৌরভ কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

করবিন বসচ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

সনভীর সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

অভিমন্যু ঈশ্বরণ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

নিশান্ত সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, চেন্নাই সুপার কিংস।

শশাঙ্ক সিং (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

সুমিত কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

দীনেশ বানা (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

এন জগদীশন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৯০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।

কে এস ভরত (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ১.২ কোটি টাকা, গুজরাট টাইটানস।

উপেন্দ্র সিং যাদব (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২৫ লাখ টাকা, সানরাইজার্স হায়দরাবাদ।

মহম্মদ আজহারউদ্দিন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

বৈভব অরোরা (ভারত, বেস প্রাইজ ৬০ লাখ টাকা): ৬০ লাখ টাকা, কলকাতা নাইট রাইডার্স।

যশ ঠাকুর (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ ঠাকুর, লখনউ সুপার জায়ান্টস।

কেএম আসিফ (ভারত, বেস প্রাইজ ৩০ লাখ টাকা): ৩০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।

ল্যান্স মরিস (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ৩০ লাখ টাকা): অবিক্রিত।

শিবম মাভি (ভারত, বেস প্রাইজ ৪০ লাখ টাকা): ৬ কোটি টাকা, গুজরাট টাইটানস।

মুকেশ কুমার (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ৫.৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস।

চিন্তল গান্ধী (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

ইজার-উল্লাহ নাভেদ (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

মুরুগান অশ্বিন (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রাজস্থান রয়্যালস।

শ্রেয়স গোপাল (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): অবিক্রিত।

হিমাংশু শর্ম (ভারত, বেস প্রাইজ ২০ লাখ টাকা): ২০ লাখ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

পল স্টার্লিং (আয়ারল্যান্ড, বেস প্রাইজ ৫০ লাখ টাকা): অবিক্রিত।

মণীশ পান্ডে (ভারত, বেস প্রাইজ ১ কোটি টাকা): ২.৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটাল।

রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।

শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): অবিক্রিত।

উইল জ্যাকস (ইংল্যান্ড, বেস প্রাইজ ১.৫ কোটি টাকা): ৩.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া, বেস প্রাইজ ২ কোটি টাকা): অবিক্রিত।

Journalist Name : Sampriti Gole

Related News