হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু হচ্ছে

banner

#Pravati sangbad Digital Desk:

হোয়াটসঅ্যাপ  কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ফিচার নিয়ে সারাবছরই কাজ করে।   সংবাদ  মাধ্যম সূত্রে জানা  গিয়েছে, এবার একটি নতুন ফিচার  চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসের  ক্ষেত্রেও রিপোর্ট করতে পারবেন। Wabetainfo-র সাম্প্রতিকতম রিপোর্ট থেকে জানা গিয়েছে, ডেস্কটপ বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ হবে।

শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস সেকশনে একটি নতুন মেনু তৈরি করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 

 বর্তমানেও হোয়াটসঅ্যাপের মেসেজ এবং কনট্যাক্টের ক্ষেত্রে রিপোর্ট করার অপশন রয়েছে। অ্যাপের নিয়মনীতি না মানলে রিপোর্ট করার ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও আসতে চলেছে এই ফিচার।

উদাহরণস্বরূপ, কেউ যদি স্টেটাস আপডেট হিসেবে যদি এমন কোনও ছবি বা ভিডিয়ো বা ইমেজ-টেক্সট পোস্ট করেন, আর তা যদি কোনও দিক থেকে আপত্তিজনক হয়, তাহলে সেই আপডেটটি রিপোর্ট করতে পারবেন তাঁরা। 

Wabetainfo-র রিপোর্টে লেখা হয়েছে, “স্টেটাস বিভাগে একটি নতুন মেনুর মধ্যে যে কোনও স্টেটাস আপডেট রিপোর্ট করা সম্ভব হবে। যদি আপনি তাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করেন, বা এমন কোনও স্টেটাস আপডেট আপনার নজরে এল যা সন্দেহজনক, আপনি সেটিকে মডারেশন টিমের কাছে রিপোর্ট করতে সক্ষম হবেন। রিপোর্টিং মেসেজের ক্ষেত্রে ঠিক যেমনটা হয়, ঠিক সেই ভাবেই আপনার রিপোর্ট করা স্টেটাসটি মডারেশন টিমের কাছে রিপোর্ট করবে হোয়াটসঅ্যাপ। সেই টিমই যাচাই করে দেখবে, আদৌ সেই স্টেটাস হোয়াটসঅ্যাপের শর্তাবলী লঙ্ঘন করছে কি না।”

ওই রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে, আপাতত রিপোর্ট স্টেটাস আপডেটটির পরীক্ষা করছে WhatsApp। ভবিষ্যতে কোনও এক আপডেটে এই ফিচারটি পৌঁছে যাবে WhatsApp Desktop বিটা ব্যবহারকারীদের কাছে।

এদিকে আবার WhatsApp তার ডেস্কটপ অ্যাপের জন্য একটি DND ফিচার রোলআউট করতে চলেছে বলে সংবাদ মাধ্যম 

 মাধ্যম সূত্রে জানা  গিয়েছে। আসন্ন সেই ফিচারটি উইন্ডোজ়ের থেকে হোয়াটসঅ্যাপ কলের সময় নোটিফিকেশন টার্ন অফ করে রাখার সুযোগ দেবে। পাশাপাশি উইন্ডোজ়ের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন থেকে কেউ যদি ইনকামিং হোয়াটসঅ্যাপ কল সাইলেন্স করে রাখতে চান, বা রিসিভ করতে না চান, তাহলে তা-ও করতে পারবেন নতুন ফিচারের মাধ্যমে।এই DND ফিচারের পাশাপাশি WhatsApp আর একটি নতুন ‘Accidental Delete’ ফিচারও লঞ্চ করেছে।অনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়। ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'Accidental Delete’ লঞ্চ করেছে।

প্রসঙ্গত  সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে , নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। পরিসংখ্যান অনুসারে, গত মাসের তুলনায় ব্যান অ্যাকাউন্টের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯,৯০,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই সক্রিয় ভাবে তা নিষিদ্ধ করা হয়েছে।


Journalist Name : Susmita Das

Related News