প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন, 'একশোয় ঈশ্বরের চরণে', নিজেই খবর জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk :

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন । ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই। আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ভোর সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। আজ গাঁধীনগরে হবে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে। 

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, 'সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি।যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।'

অপর একটি টুইটে মোদী লিখেছেন, 'শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, 'কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।'

এর আগে অসুস্থ হয়ে আমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। 

শুক্রবার কলকাতায় একাধিক অনুষ্ঠানে মুখোমুখি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা মোদির। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। গার্ডেনরিচে গঙ্গা কাউন্সিলের বৈঠকেও মুখোমুখি হওয়ার কথা ছিল তাঁদের। সম্প্রতি পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগ দিতে এসে, নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

কথা ছিল সকাল ১০- কলকাতা বিমানবন্দরে পৌঁছবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। ১০.১৫- বিমানবন্দর থেকে হেলিকপ্টারে RCTC হেলিপ্যাডে পৌঁছবেন মোদি। ১০.৩০- RCTC হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশন। ১০.৩০ থেকে ১১:০০- 'বন্দে ভারত এক্সপ্রেস'-এর উদ্বোধন সহ একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে সূত্রের খবর, মোদি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে।

Journalist Name : Sampriti Gole

Related News