কেষ্টর রাজধানী যাত্রা এখন শুধু সময়ের অপেক্ষা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে কেন্দ্রীয় অর্থ দফতরের অধীনে থাকা তদন্তকারী সংস্থা ইডি। গতকাল দিল্লির রাইস অ্যাভিনিউ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। দিল্লি রাউস অ্যাভিনিউ-র আদালতে অনুব্রত মণ্ডলের হেফাজত চেয়ে দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, গতকাল সেই মামলার শুনানিতেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রায় সবুজ সংকেত দিল আদালত। অর্থাৎ আরও কিছুটা বিপাকে অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ঠিকানা হয়েছে দিল্লির তিহার জেল সেই জেলেই রয়েছেন গরু পাচার মামলার আরও এক অভিযুক্ত এনামূল হক।

রাজ্যের একাংশের মতে এবার অনুব্রত মণ্ডলও তাঁর দেহরক্ষীর পাশেই থাকবেন। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে কবে দিল্লি নিয়ে যাবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। কারণ সায়গল হোসেনকেও হঠাৎ করেই দিল্লি নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই হেভিওয়েট তকমা কাটাতেও তাঁকে ঠিক একই ভাবে দিল্লি নিয়ে যেতে পারে কেন্দ্রীয় সংস্থা।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে দিল্লি হাইকোর্টের, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, “যেহেতু মামলাটি রাইস অ্যাভিনিউয়ের আদালতে বিচারাধীন তাই সেই আদালতের রায় মাথা পেতে স্বীকার করতে হবে”। প্রসঙ্গত, গত নভেম্বর মাসে গরু পাচারের আর্থিক লেনদেনের বিষয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বিশেষ সংশোধনাগারে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে টানা পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্বে তিনি কিছুই বলেননি, এই অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। আর এবার তাঁর দিল্লি যাওয়ার পালা।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News