সরকারি আবাস যোজনার দুর্নীতি নিয়ে আন্দোলনে জাতীয় সড়ক অবরোধ

banner

#Pravati Sangbad Digital Desk::

সরকারি আবাস যোজনা এবার দুর্নীতির লিস্ট হাতে নিয়ে আন্দোলনে সিপিআইএম ৷ সরকারি আবাস যোজনা ব্যাপক দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী বিডিও অফিস ঘেরাও বিক্ষোভ করে সিপিআইএম নেতৃত্বরা। আবাস যোজনার স্বচ্ছ তালিকা প্রদান সহ মোট চার দফা দাবিপত্র প্রদান করা হয়। এ প্রসঙ্গে বরুই অঞ্চল কমিটির সিপিএমের কনভেনার নইমুদ্দিন শেখ জানান, গত বছর বরুই অঞ্চল থেকে তিন হাজার আটশো জনের তালিকা প্রকাশ করা হয়েছিল আবাস যোজনার জন্য। কিন্তু সেই তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছিল। সঠিক সার্ভে করে প্রকৃত উপভোক্তাদের নামের তালিকা প্রকাশের দাবি জানান তিনি।এ দিকে বিক্ষোভের পর বিডিও না থাকায় ক্ষোভে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক সিপিআইএম নেতৃত্ব। বুধবার বিকেলে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

 পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারী থানার আইসি মনোজিত সরকার সহ বিশাল পুলিশবাহিনী। বিডিও অফিসের মূল দরজা ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারী নেতৃত্বরা। ভিতরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় বিক্ষোভকারীদের৷ যার জেরে বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করে৷ এখনো অবরোধ বিক্ষোভ চলছে বংশীহারী বিডিও অফিসের সামনে। কেন বিডিও দেখা করল না এই অভিযোগেই অবরোধ চলছে। এ দিকে, গড়িমসির পেছনে রাজনৈতিক স্বার্থ দেখছেন বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি দিলীপ দে’র দাবি, “তৃণমূলশাসিত পঞ্চায়েতগুলি এই প্রকল্প সার্থক হোক, তা চাইছে না। কারণ, গ্রামের মানুষ মাথায় ছাদ পেলে তো ওদের দিকে ঝুঁকবেন না।” সিপিএমের রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায়ও বলেন, “শেষবেলায় তড়িঘড়ি করে নামের তালিকা তৈরির নামে ওরা বেনিয়ম করার সুযোগ পাবে।” সরকারি আবাস যোজনা থেকে একশো দিনের কাজ, সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। সেই দুর্নীতির অভিযোগ ও দুর্নীতিতে ভর্তি সরকারি আবাস যোজনা লিস্ট হাতে নিয়ে বুধবার ঘেরাও বিক্ষোভ করে সিপিএম৷ ঘেরাও বিক্ষোভের পর বিডিওকে ১২ দফা দাবি সম্মিলিত পত্র দেওয়ার কথা ছিল সংগঠনের। কিন্তু বিক্ষোভকারীদের তরফ থেকে বিডিও সঙ্গে দেখা করতে চাইলে বিডিও দেখা করতে অস্বীকার করেন। এতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা৷ জোর করে বিডিও অফিসে ঢুকতে চান। সেই সময় গেট বন্ধ করে দেওয়া হয়। গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা বিডিও অফিসের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে৷ প্রায় একঘণ্টা পর বিডিও দেখা করতে চাইলে স্বাভাবিক হয় পরিস্থিতি৷ এদিন বিডিও অফিস ঘেরাও বিক্ষোভের আগে সিপিএমের তরফে একটি মিছিল করা হয়। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম নেতা গৌতম গোস্বামী, সকিরুদ্দিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সহ অন্যান্যরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাটির বাড়ি রয়েছে, যারা পাওয়ার ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকে অবিলম্বে সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

তদন্তে আরও স্পষ্ট যে যোগ্য ব্যক্তিদের বঞ্চনা করে কংগ্রেসের সদস্য সদস্যারা নিজেদের লোকজনদের এবং দলের লোকজনদের আবাস যোজনার তালিকায় নাম দিয়েছে বলে অভিযোগ ওঠে । এরপরই তৃণমুলের নেতৃত্বে পুরুলিয়া-রাঁচি সড়ক অবরোধ করেন সাধারন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তুলিন ফাঁড়ির পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Journalist Name : Aparna Dutta

Related News