'উনি ভদ্রলোক, আর কোনও সমস্যা হবে না', নতুন রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে নবান্নের সংঘাতে ছিল জলভাত। কখনও মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজ্যপালের টুইট, আবার কখনও ধনখড়কে ইঙ্গিত করে মমতার টুইটে সরগরম থাকত রাজ্য- রাজনীতি। নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। বরং তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এও স্পষ্ট করে দিলেন, নতুন রাজ্যপাল রাজ্য সরকারকে পূর্ণ সহযোগিতা করছেন।

মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশনের দিন ঠিক হয়েছে বুধবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই  রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে গিয়ে দেখা করেন। মূলত বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানাতেই রাজভবনে  গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রায় আধ ঘণ্টা দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে মমতা রাজভবন থেকে বেরিয়ে এসে রাজ্যপালের প্রশংসাও করেন।
 রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে বলেন, "রাজ্যপালকে বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটাই আমাদের প্রথা। বরা বর করে থাকি। রাজ্যপাল খুব ভাল মানুশ।  ভদ্রলোক। রাজ্য সরকারের সঙ্গে ওঁনার সম্পর্ক এতই ভাল যে, আমার মনে হয় আর কোনও সমস্যা হবে না এবং আমাদের যেটা সমস্যা, তা খোলাখুলি আলোচনা করতে পারি আমরা। সেখানে আলোচনা করে সব সমস্যা মিটিয়ে ফেলা যাবে বলে আশাবাদী আমরা। উনি সর্বতো ভাবে রাজ্যের সঙ্গে সহযোগিতা করছেন। তার জন্য আমরা খুব কৃতজ্ঞ।"

 প্রসঙ্গত ,আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশনের শুরুর দিন সেখানে রাজ্যপাল হিসাবে প্রথম ভাষণ দেবেন আনন্দ। মন্ত্রিসভার বৈঠকে বুধবারই বিষয়টি ঠিক হয়।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ পৌঁছেছিল তুঙ্গে। নানা বিষয়ে   মতবিরোধও হয়েছিল। খোলাখুলি রাজ্য সরকারের সমালোচনায় সরব হতেন জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসা হোক বা বহরমপুরে দম্পতি হত্যা- টুইট তাঁকে সোচ্চার হতে দেখা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে ঘটনাস্থলেও গিয়েছিলেন। এছাড়াও একাধিক বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল। এর মধ্যে রয়েছে বালি পুরসভার বিলও। সেই সব বিল কি এবার পাস হয়ে যাবে? সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন, 'এনিয়ে কোনও কথা হয়নি। সব ব্যাপারই সমাধান হবে।'

অন্যদিকে, চিনে করোনা-আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারতেও কয়েকজনের দেহে নতুন প্রজাতির করোনা ভাইরাস মিলেছে। তবে বিষয়টি নিয়ে এখনই উদ্বিগ্ন হতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “বাংলায় এখনও সেটা আসেনি। তাই আসবেই, এটা আগে থেকে ধরে নিতে পারছি না।” সেজন্য চিনে করোনার নতুন ঢেউয়ের প্রভাব গঙ্গাসাগর মেলায় পড়বে না দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কোভিডের মধ্যেও সিস্টেম মেনে গঙ্গাসাগর মেলা হয়েছিল। এবারেও গঙ্গাসাগর মেলা হবে এবং সিস্টেম মেনেই হবে।” আসন্ন বড়দিন এবং নববর্ষের উৎসব নিয়েও এখনই কোনও বাধা-নিষেধ জারি করতে রাজি নন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মানুষ উৎসব পালন করবে না?” করোনা নিয়ে নজরদারি চললেও প্যানিক না করার বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন, “আমরা একটা কমিটি গঠন করেছি। কী ভাবে এটা সমাধান করা যায়, সেটা দেখছি। প্যানিক করবেন না। আমাদের এখানে আবার করোনা এলে সতর্কতা নেব।”

Journalist Name : Susmita Das

Tags:

Related News