দমকল দফতরে কর্মী নিয়োগের প্যানেল বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

গত কয়েক মাস ধরেই প্রাথমিক এবং SSC শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত উত্তাল রাজ্য-  রাজনীতি । অনিয়ম করে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে, উঠেছে এই অভিযোগ। এই নিয়ে একের পর পর এক নির্দেশ দিচ্ছে আদালত। এবার দমকল বিভাগে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল। এবার দমকল দফতরে কর্মী নিয়োগের প্যানেল বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

 সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ,শুক্রবার  পাবলিক সার্ভিস কমিশনকে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চের  স্পষ্ট  নির্দেশ, আগের প্যানেল অনুযায়ী আপাতত দমকলে ফায়ার অপারেটর নিয়োগ নয়। হাইকোর্টের গাইডলাইন মেনে পিএসসিকে পুনবিবেচনা করতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর এরপরেই পাবলিক সার্ভিস কমিশন নতুন প্যানেল প্রকাশ করবে বলেও নির্দেশে জানিয়েছে বিচারপতি হবিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ।

তবে নতুন প্যানেল প্রকাশ করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর সেই মতো আগামী দুমাসের মধ্যেই নয়া এই প্যানেল প্রকাশ করতে বলা হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে যখন একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এর মধ্যেই দমকল দফতরের নিয়োগে অনিয়ম নিয়ে অভিযোগ সামনে আসে।

আর তা নিয়ে বেশ কয়েকজকন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলাকারীদের হয়ে সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়। এই নিয়োগে একাধিক অনিয়মের কথা আদালতকে জানান আইনজীবী। একাধিক ভুল প্রশ্ন নিয়ে বিভ্রান্তি এবং অসংরক্ষিত (জেনারেল) প্রার্থীকে সংরক্ষণের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আইনজীবীর।

শুধুমাত্র চাকরি দেওয়ার জন্যে এই ব্যবস্থা বলেও আদালতকে জানান ওই আইনজীবী। এমনকি মৌখিক পরীক্ষাতেও একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়। বেশি নম্বর দেওয়ার অভিযোগ তোলা হয়। পাশাপাশি সার্টিফিকেট নেই ব্যক্তিও (স্পোর্টস কোটায়) চাকরি পেয়েছে বলে অভিযোগ আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের।

যদিও সওয়াল জবাবে চাকরি প্রার্থীদের এহেন আবেদন সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয় রাজ্যের তরফে।

 বলে রাখা প্রয়োজন, ২০১৮ সালের জুন মাসে ১৫০০ ফায়ার অপারেটর নিয়োগ করার বিজ্ঞপ্তি  জারি হয় সেই বছর পরীক্ষাও হয়।  হয় মৌখিক পরীক্ষাও আর সেই পরীক্ষাতেই অনিয়মের অভিযোগ।আর সেই মতো দীর্ঘ শুনানি শেষে প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যা নিঃসন্দেহে ধাক্কা রাজ্যের। 

প্রসঙ্গত , সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এর আগে দমকলের এই নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল পাবলিক সার্ভিস কমিশনকে বা পিএসসি। হাইকোর্টের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে পিএসসি দমকলে নিয়োগ সংক্রান্ত  প্রেক্ষিতে হলফনামা জমা দিতে পারেনি। ফলে পিএসসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল কলকাতা হাইকোর্ট।

Journalist Name : Susmita Das

Related News