এখন অনেকটাই সুস্থ আছেন রাহুল দ্রাবিড়

banner

#Pravati Sangbad digital Desk:

বুধবার রাহুল দ্রাবিড়ের পঞ্চাশতম জন্মদিন ছিল। তিনি নিজের জন্মদিনে কলকাতায় ভারতীয় দলের সদস্যদের সঙ্গেই পালন করেছেন। ১১ জানুয়ারি রাহুল দ্রাবিড়ের জন্মদিন পালন হয় টিম হোটেলে। দলের সদস্যরা কেক কেটে জন্মদিন পালন করেন। 'দ্যা ওয়াল'-এর জন্মদিন সেলিব্রেশনের সেই ভিডিয়ো বিসিসিআই (BCCI) টুইটারে তুলে ধরেছে। বিসিসিআই-এর পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় হোটেলে একটি কেক কাটছেন দ্রাবিড়। তাঁকে ঘিরে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। হাততালি দিচ্ছেন দলের সদস্য। ৫০ বছরে পা রাখলেন দ্রাবিড়। বৃহস্পতিবার ইডেন গার্ডেনে ভারত বনাম শ্রীলংকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলা হয়। যেখানে ভারত শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দ্রাবিড়। ভারতীয় শিবির সূত্রে খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। সূত্রের খবর, ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিম হোটেলে। তবে জানা গিয়েছে, উদ্বেগের কোনও কারন নেই। দ্রাবিড় সুস্থ রয়েছেন।

খেলা চলাকালীন টিভি স্ক্রিনে রাহুল দ্রাবিড়ের এই রেকর্ড, সহ কেরিয়ার রেকর্ড দেখানো হচ্ছিল। যা দেখে রাহুল দ্রাবিড় আপ্লুত হয়ে পড়েন। তাকে হাসতে দেখা যায়। বৃহস্পতিবার তিনি খেলার বিশেষত ইডেন এর উইকেটের প্রশংসা করেছেন।তিনি জানিয়েছেন, গুয়াহাটির মতো রানের উইকেট ইডেনে ছিল না। বরং এখানকার উইকেট অনেক বেশি কম্পেটেটিভ ছিল। যেখানে বোলারদের জন‌্যও রসদ ছিল। ব‌্যাটাররাও উইকেট থাকলে যে রান আসবে, তার প্রমাণ লোকেশ রাহুলের ইনিংস। শোনা গেল ম‌্যাচ শেষে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ‌্যায়ের সঙ্গে কথা বলেন দ্রাবিড়। এরকম একটা উইকেট তৈরি করার জন‌্য সুজনের প্রশংসাও করেন। দ্রাবিড় নাকি তাঁকে বলেন, ইদানীংকালে এরকম উইকেট তিনি দেশের মাঠে খুব একটা দেখেননি। ইডেনের পিচে সবকিছু ছিল। বোলাররা ভালরকম সাহায‌্য পেয়েছেন। ব‌্যাটারদেরও যে খুব অসুবিধে হয়েছে, সেটাও না। দ্রাবিড় এটাও বলেন যে সব পিচে সাড়ে তিনশো-চারশো হয়, সেটা ওয়ান ডে’র পক্ষে খুব একটা ভাল উইকেট নয়। কারণ সেখানে বোলারদের কিছুই করার থাকে না। বরং ইডেনের মতো উইকেটই দরকার। তাহলে ক্রিকেট অনেক বেশি প্রাণবন্ত হবে। 

Journalist Name : Aparna Dutta

Related News