অনূর্ধ্ব 18 দের জন্য কোভ্যাক্সিন বেছে নিলেন প্রধানমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

বড়দিনের দিন রাতেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবার ১৮ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে এবং তা জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু হবে। তবে সেক্ষেত্রে কোন ভ্যাকসিন কে অনুমোদন দেয়া হবে তা নিয়ে ছিল সংশয়। তবে এখনো পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের জন্য দুটি টিকাকরণ ছাড় পেয়েছিল। একটি হলো জাইডাস ক্যাডিলার জাইকোভ ডি এবং অন্যটি ভারত বায়োটেকর কোভ্যাক্সিন। এই দুই টিকাই ১২ বছরের ঊর্ধ্ব কিশোর কিশোরীদের জন্য অনুমোদন পেয়ে আনা হয়েছে। তবে সেই সংশয় এর অবসান ঘটিয়ে ভারত বায়োটেক এর কোভ্যাক্সিন এর কাকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাইডাস ক্যাডিলার জাইকোভ  ডি কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে । তবে জানা গেছে ওই টিকা ডিএনএ নির্ভর এবং প্রতিরোধের ক্ষমতা কোভ্যাক্সিন এর থেকে কম। এবং শব্দটির মাস হল এই টিকা ছাড়পত্র পেয়েছে তার ফলে কোনরকম হাসপাতালেও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আবার এই টিকাটি তিনটি দেশের ফলে তা ছোটদের উপর কি প্রতিক্রিয়া করতে পারে তা না জেনে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর কোন ঝুঁকি নিতে চাইছে না। ফলে ভরসা আপাতত কোভ্যাক্সিন। এছাড়াও যারা কোভিদ যোদ্ধা বা জরুরিকালীন পরিস্থিতির সাথে যুক্ত এবং সদ্য প্রবীণ নাগরিকদের প্রিকশন অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হবে।

কিন্তু যাদের কোমর্বিডিটিও আছে তাদের জন্য ডাক্তারের অনুমতি নেওয়া আবশ্যক বলা হয়েছিল তবে এখন বলা হচ্ছে যে ডাক্তারের থেকে কোনো অনুমোদন ছাড়াই সেই টিকা নেওয়া যাবে। এবং সেই টিকাকরণ ১০-ই জানুয়ারি থেকে শুরু হবে। চিকিৎসক এবং নার্সদের প্রথমে দেওয়া হবে। যেসব প্রবীণ ব্যক্তিরা ক্রনিক রোগের শিকার তাদের এই তৃতীয় দজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। আগামী ১ জানুয়ারি থেকে যেসব কিশোর-কিশোরীরা টীকা নেবে তারা কোউইন প্লাটফর্মে তাদের নাম নথিভুক্ত করতে পারবে। এছাড়াও ছোটদের জন্য বিশেষ রূপরেখা তৈরি করা হয়েছে তাহল ওয়াক ইন অর্থাৎ কেন্দ্রে গিয়ে সরাসরি টিকা গ্রহণ। সব রাজ্যকেই ছোটদের জন্য আলাদা আলাদা টিকাকরণের কেন্দ্র ঠিক করার কথা বলে দিয়েছে সরকার।

এছাড়াও টিকা করনের জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া হবে তা রাজ্যগুলির বিভিন্ন স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বসে ঠিক করবেন রাজেশ ভূষণ অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। যদি কোন রাজ্য ছোটদের জন্য আলাদা টিকাকেন্দ্রে ব্যবস্থা না করতে পারে তাহলে একই কেন্দ্রে বড় এবং ছোটদের পৃথক পৃথক স্থানে টিকাকরণের ব্যবস্থা অবশ্যই করতে হবে। কেন্দ্রের তরফ থেকে বারংবার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বড়দের সঙ্গে ছোটদের টিকাকরণ কোনভাবেই মিশে যাওয়ার মতো না হয়।
এই দিন গুরুতর অসুস্থ কোভিড রোগীর জন্য মলনুপিরাভিয়া কে ছাড়পত্র দিয়েছে।

Journalist Name : sagarika chakraborty

Related News