গিলের ডবল সেঞ্চুরি- উচ্ছস্বিত ক্রিকেটমহল

banner

#Pravati Sangbad Digital Desk:

পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে-তে দ্বিশতক করেছেন শুভমান গিল। গতকাল হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৪৯তম ওভারের শুরুতেও ১৮২ রান ছিল গিলের, টানা তিন ছক্কায় দ্বিশতক পূর্ণ করেন দারুণভাবে। ২৩ বছর ১৩২ দিন বয়সে করা এই দ্বিশতক তাঁকে দিয়েছে আরও একটি রেকর্ড। গিল এখন ওয়ানডেতে দ্বিশতক করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। তাঁর ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত টস জিতে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে। গিলের বিধ্বংসী ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ বাইশ গজ। সুনীল গাভাসকর থেকে বীরেন্দ্র শেহওয়াগ। ওপেন করতে নেমে ৪৯.১ ওভার পর্যন্ত ব্যাট করেন শুভমন ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন। ১৯টি চার ও ৯টি ছক্কা হাঁকালেন তিনি। পঞ্চম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে দ্বি-শতরান করলেন গিল। গাভাসকর বলছেন, 'অবিশ্বাস্য ইনিংস খেলেছে গিল। ৩৫ বছরের মাথা তরুণের কাঁধে। যেভাবে ও ইনিংসকে এগিয়ে নিয়ে গেল, বোলারদের কাউন্টার-অ্যাটাক করল, তা দুর্দান্ত। যেভাবে গিল সেঞ্চুরির পর গিয়ার বদলাল, দিনের শেষে দেখে দারুণ লাগল। ওর ইনিংস নিঃসন্দেহে ভবিষ্যত এবং একদিনের বিশ্বকাপের কথা বলবে।'

ম্যাচের পর ঈশান কিষান, রোহিত শর্মা ও শুভমান গিল কথোপকথন চালাচ্ছিলেন। হঠাৎই অধিনায়ক রোহিত শর্মা ঈশানকে জিজ্ঞেস করলেন, ২০০ রান করার পরও আপনি তিনটি ম্যাচ মিস করেছেন।তখনই ঈশান সঙ্গে সঙ্গে জবাবে বললেন, “আপনিই তো দলের অধিনায়ক।”
গত ডিসেম্বরেই ঈশান কিষান বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন। এক মাস-ও পেরোল না। তার আগেই ফের এক ভারতীয় ব্যাটারের ব্যাটে ডাবল সেঞ্চুরি। ঈশান ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২৪ বছর ১৪৫ দিনে। শুভমানের এই কীর্তি এল ২৩ বছর ১৩২ দিনে। বয়সের হিসাবে শুভমান গিল-ই সর্বকনিষ্ঠ তারকা হিসাবে দ্বিশতরানের কীর্তি অর্জন করলেন।
শুভমান গিল বুধবার রোহিত শর্মার সঙ্গে ইনিংস সূচনা করতে নেমেছিলেন। হাফসেঞ্চুরি করতে নিয়ে নেন ৫২ বল। তবে শতরান করে যান ৮৭ বলে। ৪৯তম ওভারে শুভমান ১৮২ রানে ব্যাটিং করছিলেন। লকি ফার্গুসনের ওভারে তিনটে পরপর ছক্কা হাঁকিয়ে ২০০-য় পৌঁছে যান। শেষ ওভারে আরও একটা ছক্কা হাঁকিয়ে শেষমেশ আউট হয়ে যান ২০৮ হাঁকিয়ে।
ইতিমধ্যে খবর পাওয়া গেছে, ২০২২ সালে ডিসেম্বর মাসে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষান, ঈশান সুযোগ পেয়েই দুরন্ত একটি দ্বিশতরান জুড়ে ছিলেন, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে সুযোগ পান শুভমান গিল, আর তিনটি ম্যাচেই ভালো প্রদর্শন দেখানোর ফলে সুযোগ পাননি ঈশান। এরপরেই ক্যাপ্টেন রোহিতের এই মজা করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News