ঋষভের সুস্থতা কামনায় মহাকাল দরবারে সূর্যকুমার-কুলদীপ-ওয়াশিংটন

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় দলের খেলোয়াড় সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর এবং ভারতীয় ক্রিকেট দলের কর্মীদের সাথে বিশ্ব বিখ্যাত বাবা মহাকালেশ্বরের দরবারে বাবা মহাকালের ঐশ্বরিক ভস্ম আরতিতেও অংশগ্রহণ করলেন। তাঁরা নিয়ম-কানুন মেনে বাবা মহাকালের পুজো করে আশীর্বাদ নেন।এই সময় সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর বাবাকে মহাকালের ভক্তিতে মগ্ন হয়ে ওম নমঃ শিবায় জপ করতে দেখা যায়। ভারতীয় দলের সুপার স্টার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব মিডিয়ার সাথে কথা বলার সময় বলেছিলেন যে বাবা মহাকালের ঐশ্বরিক অতিপ্রাকৃত ভস্ম আরতিতে অংশ নেওয়ার সৌভাগ্য পেয়ে তিনি ধন্য হয়েছেন। আরও বলেন, আমি বাবা মহাকালের কাছে অনেক শুভেচ্ছা চেয়েছি। বাবা মহাকালকেও বলা হয়েছে যে আমার প্রিয় বন্ধু এবং সহকর্মী ক্রিকেটার ঋষভ পন্ত শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। যাতে আমরা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আমাদের কাজ করি এবং দেশকে গর্বিত করি। এই কথাই বাবা মহাকালের কাছে প্রার্থনা করেছি।
 
৩০ ডিসেম্বর ভারতীয় ক্রিকেটের সেই অভিশপ্ত দিন। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে। তাঁর অস্ত্রোপচার হয়েছে। দু’ সপ্তাহের মধ্যে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছুটি পাবেন তারকা উইকেট কিপার। ভারতীয় ক্রিকেটাররা অনেক সকালে এদিন মন্দিরে যান।
ইতিমধ্যেই সিরিজ জিতে নিলেও কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমার যাদব স্বয়ং বলেছেন, ”নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আমাদের জেতা হয়ে গিয়েছে। শেষ ম্যাচের দিকে তাকিয়ে আমরা। কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে শুভমন গিল ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাঁর ব্যাটে ভর করে ভারত ৩৪৯ রান করেছিল। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড থামে ৩৩৭ রানে। ১২ রানে ম্যাচ জেতে ভারত। কিউয়িরা মরিয়া হয়ে লড়েছিলেন প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডে আবার খুব সহজেই জিতে নেয় ভারত। ভারতীয় বোলারদের দৌরাত্ম্যে নিউজিল্যান্ড শেষ হয়ে গিয়েছিল ১০৮ রানে। জিততে বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। তৃতীয় ওয়ানডে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। তবে ভারতীয়রা বড় প্রেক্ষাপটে এই সিরিজগুলোকে দেখছে। চলতি বছরই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তার জন্য এই সিরিজগুলো খেলে নিজেদের তৈরি করছে ভারতীয় দল। মিশন বিশ্বকাপ যেমন রয়েছে, তেমনই সতীর্থ ঋষভ পন্থ যাতে সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরেন সেদিকেও নজর সতীর্থদের। সেই কারণেই এদিন মহাকালেশ্বরের মন্দিরে গিয়েছিলেন সূর্যকুমার যাদবরা।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News