ফের কামব্যাক মহারাজের, এবার আইপিএল-এর মঞ্চে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

banner

#Pravati Sangbad digital Desk:

সৌরভ গঙ্গোপাধ্যায়  আর কামব্যাক, শব্দটা যেন দিন দিন সমার্থকই হয়ে উঠেছে। ক্রিকেটার হিসাবে তাঁর কথা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।  কিছুদিনের বিরতির পর ফের  কামব্যাক ঘটাতে চলেছেন মহারাজ। তবে এবারের কামব্যাকটা ক্রিকেটার হিসাবে নয়, বরং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে বসতে চলেছে   বলে  সংবাদসূত্র  মাধ্যম  থেকে  জানা গিয়েছে।  

  সংবাদসূত্র মাধ্যমে  জানা গিয়েছে, ২০১৯ সালেও সৌরভ এই দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেইসময় তাঁকে দলের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছিল।এরপরই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করেন।২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায়  ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক দায়িত্ব থেকে তিনি বেরিয়ে আসেন।

 তার পর থেকে তাঁকে আর কোনও প্রশাসনিক দায়িত্বে দেখা যায়নি।  আর এবার নতুন বছরের শুরুতেই সৌরভপ্রেমীদের জন্য   এল সুখবর  ।

সংবাদ সূত্র মাধ্যমে  জানা গিয়েছে , নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএলের এক সূত্র সৌরভের দিল্লিতে যোগ দেওয়ার খবরটি জানান। তিনি বলেন, “চলতি বছরে সৌরভ দিল্লি ক্যাপিটালসে ফিরছে। এই নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। তিনি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগেও কাজ করেছেন। দলের মালিকদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। তিনি যদি আইপিএলে কাজ করতেন, তা হলে সব সময় দিল্লির সঙ্গেই থাকতেন।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (২০০৮-১০) ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার (২০১১-১২) হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে মোট ৫৯টি ম্যাচে খেলে ১৩৪৯ রান করেছিলেন সৌরভ। ফের আইপিএলের মঞ্চে ফিরতে চলেছেন দাদা। ২২ গজে ব্যাট হাতে সৌরভের দাদাগিরি না দেখা গেলেও, দিল্লি দলকে তিনি সমৃদ্ধ করতে চলেছেন গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে। 

উল্লেখ্য, বর্তমানে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। রাজধানীর শহরের দলের কোচ অজি কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

 প্রসঙ্গত ,   সংবাদসূত্র  মাধ্যমে আরও জানা গিয়েছে, IPL টুর্নামেন্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগেও তিনি প্রোটিয়া ক্যাপিটালসের দায়িত্বে থাকবেন।এই নিয়ে সৌরভ-পন্টিং জুটি IPL টুর্নামেন্টে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছে। কিন্তু এই দলকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ গত শুক্রবার একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ঋষভ পন্থ। তিনি যে ২০২৩ সালের IPL টুর্নামেন্টে খেলতে পারবেন না, সেকথা বলা যেতেই পারে। এই পরিস্থিতিতে DC ইতিমধ্যেই দলের নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে।

এই দলের সিনিয়রদের মধ্যে সবথেকে বেশি অভিজ্ঞতা রয়েছে ডেভিড ওয়ার্নারের। আশা করা হচ্ছে, তাঁর হাতেই অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হবে। তবে মণীশ পাণ্ডে হলেন আরও একটি বিকল্প। তিনিও শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। তবে টুর্নামেন্ট শুরু আগে কবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে তার দিকেই তাকিয়ে ক্রিকেট প্রমীরা।

Journalist Name : Susmita Das

Related News