কলের জল নাকি কলের মদ

banner

#Pravati Sangbad Digital Desk:

যেখানে সেখানে বসানো হয়েছে টিউবয়েল। তা দেখে সন্দেহ হয় পুলিশ। অবশ্য পূর্বে পাওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ হানা দেয় ওই এলাকায়, সামান্য তদন্তে দেখা যায় কিছু অবাক করা কান্ড, কল টিপলেই জল নয় বেরোচ্ছে মদ। তা দেখে চক্ষু চরক গাছ পুলিশ সহ এলাকাবাসীর। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশ এলাকায় বেআইনিভাবে মাটির তলায় প্রায় সাত ফুট গভীরে লুকিয়ে রাখা হয়েছিল মদ। ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে আসে বিস্তারিত বড় বড় পাত্রে করে মাটির তলায় পুঁতে রাখা এই মদ মাটির উপরে সংগ্রহ করার জন্যই বসানো হয়েছিল এই টিউবওয়েল যাতে কল টিপলেই বেরিয়ে আসে মদ যথারীতি তেমনটাই হত এবং সেই মদ সংগ্রহ করার জন্য পলিথিন কিংবা বোতলের ব্যবহার করা হতো বলেও জানা গেছে। তারপর তা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত হত। এমন ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে কিন্তু আটক করা হয়নি এমনটাই জানিয়েছেন পুলিশ। সূত্রে জানা যাচ্ছে চাচোরা ও রাঘোগর এলাকা গুলি যথেষ্ট জঙ্গলপূর্ণ এলাকা, তাই এই সমস্ত এলাকাগুলিতে অবৈধ মদের ব্যবসা অধিক পরিমাণে হয় সাথে পাশে জঙ্গল থাকার কারণে পুলিশই হানায় জঙ্গলে লুকিয়ে পড়া এবং মদের বোতল লুকিয়ে রাখার ঠিকঠাক জায়গা। তাই পুলিশের ধারণা অধিক জঙ্গলপূর্ণ এলাকা হওয়ায় এই সমস্ত এলাকাগুলি বেআইনি মদ উৎপাদনে চরমে উঠেছে।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News