প্রয়াত কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ

banner

#Pravati Sangbad Digital Desk:

বিনোদন জগতের দুঃসংবাদ, প্রয়াত তেলেগু সিনেমার প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি হায়দরাবাদে মারা যান। কিছুদিন ধরে বিশ্বনাথের স্বাস্থ্য ভালো ছিল না। তাঁর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৬ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন চলচ্চিত্র নির্মাতা। গত কয়েক মাস ধরেই তিনি বয়স জনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে ভর্তি করা হয়েছিল এক বেসরকারী হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (K Viswanath Passes Away)। কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। শোক প্রকাশ করছেন তারকারা। কে বিশ্বনাথ রেখে গেলেন তাঁর স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানকে।

বিশ্বনাথ, একজন শব্দশিল্পী হিসাবে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তিনি “শঙ্করাভরণম”, “সাগর সঙ্গম”, “স্বাতী মুত্যম”, “সপ্তপদী”, “কামচোর”, “সংযোগ” এবং “জাগ উঠা ইনসান” এর মতো একাধিক ব্লকবাস্টার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর অন্যান্য সম্মানের মধ্যে রয়েছে ১৯৯২ সালে পদ্মশ্রী, পাঁচটি জাতীয় পুরস্কার, ২০ টি নন্দী পুরস্কার (অন্ধ্র প্রদেশ সরকার প্রদত্ত) এবং ১০ টি ফিল্মফেয়ার ট্রফি সহ একাধিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। বিশ্বনাথ, ১৯৬৫ সাল থেকে শুরু করে মোট ৫০ টি সিনেমা তৈরি করেছিলেন। বিশেষত, তিনি তেলেগু চলচ্চিত্র শিল্পের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। আক্কিনেনি নাগেশ্বরা রাও অভিনীত “আত্মা গৌরাভম” দিয়ে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তাঁর তৈরি উল্লেখযোগ্য সিনেমাগুলি রয়েছে, “চেল্লেলি কাপুরম”, “ও সীতা কথা”, “জীবন জ্যোতি”, “সারদা”।  এছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারের ৪৮তম প্রাপক হয়েছিলেন। ২০১৬ সালে তিনি এই পুরস্কারে ভূষিত হন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখছেন, “শ্রী কে বিশ্বনাথ গেরুর মৃত্যুতে শোকাহত। তিনি চলচ্চিত্র জগতের একজন অটল ছিলেন, নিজেকে একজন সৃজনশীল এবং বহুমুখী পরিচালক হিসাবে নিজের জায়গা আলাদা করেছিলেন। তাঁর চলচ্চিত্রগুলি বিভিন্ন ঘরানার কভার করেছে এবং কয়েক দশক ধরে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।” নির্মাতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-ও। তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার চিরঞ্জীবী, নাগার্জুন আক্কেনেনি প্রমুখ। তেলেগু সিনেমার প্রখ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর কে বিশ্বনাথের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি ট্যুইট করেছেন যে, 'বিশ্বনাথ সেই ব্যক্তিদের মধ্যে একজন যারা তেলেগু সিনেমাকে দেশের বাইরে বিখ্যাত করেছেন। তিনি শঙ্করাভরণম এবং সাগর সঙ্গমের মতো চমত্‍কার চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমার সমবেদনা তাঁর পরিবারের সাথে। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।'

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News