দেশে প্রথম লিথিয়াম খনির খোঁজ মিলল জম্মু-কাশ্মীরে

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের মধ্যে এই প্রথম সন্ধান মিলল লিথিয়াম খনির। জম্মু-কাশ্মীরে রয়েছে এই খনি। বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান।বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে এই কথা জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৫টি ব্লকে রয়েছে সোনা। বাকিগুলিতে রয়েছে পটাশ, মলিডেনাম, বেস মেটাল প্রভৃতি। জম্মু-কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাট, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা- মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, কয়লা, লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন খনিজ সম্পদের খোঁজ মিলেছে, যা কয়লা মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মিনারেল বা খনিজ নিয়ে মোট ১১৫টি প্রকল্প এবং সার খনিজের উপরে ১৬টি প্রকল্পে কাজ করছে। কেন্দ্রীয় খনি মন্ত্রক এর আগে প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য জোর দেওয়ার কথা বলেছিল খনিজ সরবরাহের উপর। সরকার সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছিল বিভিন্ন খনিজ পদার্থ অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা থেকে আনার জন্য। এতদিন ভারত লিথিয়ামের জন্য নির্ভরশীল ছিল অন্য দেশের উপর। এবার এই খনিজের সন্ধান ভারতে পাওয়ার ফলে মন্ত্রক আশা করছে সেই নির্ভরশীলতা কিছুটা হলেও কমবে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয় লিথিয়াম। এতদিন বিদেশ থেকেই লিথিয়াম আমদানি করতে হলেও, এবার খনির খোঁজ মেলায় লিথিয়াম উত্‍পাদন আরও সহজ ও সস্তা হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে বলা হয়, “জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫০ লক্ষ টনেরও বেশি লিথিয়াম”। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ৫১টি মিনারেল ব্লক, যার মধ্যে লিথিয়াম ও সোনা রয়েছে, তা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। দিল্লির মসনদে বসার পর থেকেই দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ মনে করছেন লিথিয়ামের সন্ধান ‘আত্মনির্ভর ভারতের’ উদ্যোগকে আরও অগ্রসর করবে। তিনি বলেছেন,”আত্মনির্ভর হওয়ার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।”

Journalist Name : Sampriti Gole

Tags: