মাঝরাতে মাদক পাচার

banner

#Pravati Sangbad Digital Desk:

রাতের বেলা পুলিশি টহলদারি। কিন্তু সেই টহল এড়িয়ে পেরোতে পারল না মাদক বোঝায় লরি। বেহালা চৌরাস্তায় মাঝ রাতেও চলছিল পুলিশি টহলদারি। এমন অবস্থায় রাস্তা দিয়ে একটি গাড়িকে যেতে দেখে সন্দেহ হয় পুলিশের। সেই সন্দেহকে সামনে রেখে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু অবাক কাণ্ড, তল্লাশি চালাতেই পুলিশের নজরে পড়ে মাদকদ্রব্য। পুলিশ সূত্রে খবর প্রায় 60 থেকে 65 কেজি মাদক ছিল ওই গাড়িতে। এছাড়াও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই গাড়িতে মাদকদ্রব্য ভর্তি করা ছটা ব্যাগ পাওয়া গেছে।কিন্তু কে বা কারা নিয়ে যাচ্ছিল এই মাদকদ্রব্য ? আর কোথায় বা নিয়ে যাচ্ছিল? তা এখনো অজানা। তবে গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বেহালা থানার পুলিশ। এবং ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, আর এই মাদকদ্রব্য পাচারের গন্তব্যস্থল কোথায় তা জানতে চেষ্টা করছে পুলিশ। তবে কলকাতার বুকে এমন মাদক প্রচারের ঘটনা নতুন নয়। এমন ঘটনা আগেও ঘটেছে যেখানে কুরিয়ারের মাধ্যমে পাচার হচ্ছিল মাদক তাও আবার পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে সেই মাদক গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি এবং পাচারকারীরা ধরাও পড়ে গিয়েছিল। জানা গিয়েছিল সেই মাদকের ওজন ছিল ৫৪ গ্রাম এলএসডি যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে সেই ঘটনাকে কেন্দ্র করেই কি এবারও চলছিল মাদক পাচারের ঘটনা। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং তদন্তে উঠে আসা একটি সূত্রের মাধ্যমে জানা গেছে যে কলকাতার বিভিন্ন রেভ পার্টিগুলোকে সরবরাহ করার জন্যই ভিন রাজ্য থেকে মাদক আসে। পাচারকারীদের খোঁজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। কারা এবং কেন তারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবে পুলিশ।

Journalist Name : Joly Pramanick

Tags:

Related News