বুমরা কবে মাঠে নামছেন, চিন্তায় ভারতীয় ক্রিকেটপ্রেমী

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২২ সালের শেষটা খারাপ হলেও , নতুন বছরের শুরুটা কিন্তু ততটাই সুন্দর হয়েছে। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন জাসপ্রিত বুমরাহ। পিঠের ইনজুরির কারণে গত বছরের সেপ্টেম্বরের পর আর দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। কিছুদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ফিরেছিলেন। তবে অপয়া ইনজুরির কারণে ফের ছিটকে যান ২৯ বছর বয়সী এই পেসার।শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও অনায়েসে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের আগে যথেষ্ঠ আত্মবিশ্বাসী রোহিত-বাহিনী। আত্মবিশ্বাসী ভারতীয় সমর্থক-ভক্তরাও। যদিও ভারত অধিনায়কের মাথা থেকে নামছেনা দুশ্চিন্তার ভূত। জসপ্রীত বুমরার চোট নিয়ে হয়রান তিনি। কবে বুমরা দলে ফিরতে পারবেন সে বিষয়ে কিছুই বলতে পারলেন না রোহিত।মঙ্গলবার সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে মুখোমুখি রোহিতকে বুমরা-র কামব্যাক নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "বুমরা কবে দল ফিরবে সেটা নিয়ে এখনই কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ওকে পাব না। সেটা তো আগে থেকেই জানতাম। আশা করছি পরের দুই টেস্টে ওকে পাব। সেই আশায় বসে আছি। কিন্তু সেটাও আমার আশা। বাকিটা দেখা যাক। পিঠের চোটে সবসময়ই একটা ঝুঁকি থাকে, তাই তাড়াহুড়ো করে ওকে মাঠে ফেরাতে চাই না। আমাদের আরও অনেক ক্রিকেট খেলতে হবে।" রোহিত আরও জানান, ভারতীয় ম্যানেজমেন্ট বুমরার বিষয়ে নিরন্তর খোঁজখবর রাখছে। 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ এবং ফিজিওদের সঙ্গে আমরা নিরন্তর যোগাযোগ রাখছি। ওর ফিটনেসের প্রতিটি বিষয়ে নজর রাখা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে ওর যতটা সময় প্রয়োজন, মেডিক্যাল দল ওকে ততটা সময় দেবে।'

বুমরার জন্য বিশেষ পরামর্শ দিলেন ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব, তিনি বলেন, ‘এখন প্রায় সারাবছর ধরেই ক্রিকেট চলতে থাকে। যত বেশি ক্রিকেট খেলা হবে, চোটের প্রবণতাও ততই বাড়বে।ক্রিকেট এতো সহজ খেলা নয়। এখন প্রতিটি ক্রিকেটারকে একজন অ্যাথলেটিক হতে হয়। ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। তাই বুমরার ক্ষেত্রেও ব্যাপারটা একেবারেই সহজ নয়।বুমরার জন্য আমার পরামর্শ হবে নেটে বেশি করে বোলিং করে যাও। প্রফেশনাল লেভেলে অনেক বেশি চাপ নিতে হয় একজন ক্রিকেটারকে।নেটে বেশিক্ষণ ধরে বোলিং করলে মাসলের শক্তিবৃদ্ধি হয়। শুধু বোলিং করে যেতে হবে। আর কিছু নয়। এটাই একমাত্র সমাধানের রাস্তা দেখাবে।’
মহাম্মদ শামি বলেন, ‘ভাল ক্রিকেটারদের অভাব সব সময় বোঝা যায়। কিন্তু কোনও ক্রিকেটার চোট পেলে কিছু করার নেই। খেলা তো থেমে থাকে না। বুমরা ভাল বোলার। তাই ওর অভাব বোধ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বুমরা ফিরবে। ও নিজের ফিটনেসে নজর দিচ্ছে। খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে বল করতে নামব।’
তবে ইতিমধ্যে জানা গেছে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর উপর নজর রাখছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম।বুমরার চোট নিয়ে তাঁরা চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ রাখছেন, জানান ভারত অধিনায়ক। তিনি বলেন, “আমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেদের সঙ্গে যোগাযোগ রাখছি। বুমরার পুরো সুস্থ হতে যত সময় লাগবে সেটা ওকে দেওয়া হবে।”

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News