বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট দল

banner

#Pravati Sangbad Digital Desk:

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৬৮ রান করে। টিম ইন্ডিয়া সাত উইকেট হারিয়ে এই সহজ লক্ষ্য অর্জন করে। এর মাধ্যমে ভারত প্রথম মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে সফল হয়েছে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্যাপ্টেন শেফালি ভার্মা। নিজের জন্মদিনের গিফট হিসেবে বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ করলেন তিনি। এদিন শুরু থেকেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে হয় ইংরেজ ব্য়াটারদের। তিতাস সাধু সবচেয়ে সফল বোলার ভারতের। তিনি ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও ২টো করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালি ভার্মা ও সোনম যাদব। ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 
এরপর ব্যাট করতে নেমে যদিও ২ ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালি ভাল শুরু করলেও ১৫ রান করে ফিরে যান। ৫ রান করে স্বেতা শেহরাওয়াত। তবে সৌম্যা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা ২ জনেই ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিতাস সাধু।

এবারই প্রথমবার আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর প্রথমবারেই বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০০৭ সালে পুরুষদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সেটিও দক্ষিণ আফ্রিকার মাটিতেই আয়োজিত হয়েছিল। মেয়েদের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা। এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন ভারতীয় দল।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News