জেড প্লাস সুরক্ষা পাবে আম্বানি পরিবার

banner

#Pravati Sangbad Digital Desk:

আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকার ঘটনা সামনে এসেছে। আবার বোমা ছুড়ে 'অ্যান্টিলিয়া' উড়িয়ে দেওয়ার হুমকি ফোনও এসেছে। সেই প্ৰেক্ষিতেই রিলায়েন্স ইন্ডাস্ট্ৰির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর গোটা পরিবারকে Z+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, বিচারপতি কৃষ্ণা মুরারি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ বলেছে যে মুকেশ আম্বানি এবং তার পরিবার ভারতে থাকাকালীন মহারাষ্ট্র সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। অপরদিকে, বিচারপতি কৃষ্ণা মুরারি এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ আরও বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত তাদের বিদেশ ভ্রমণের সময় মুকেশ আম্বানি ও তার পরিবারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আম্বানি পরিবারের পক্ষ থেকে মুকুল রোহাতগি শীর্ষ আদালতকে বলেন যে ক্রমাগত হুমকি আসার কারণে তাদের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা কভার দেওয়া দরকার। এর পর সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে এবং বলেছে যে তাদের Z+ নিরাপত্তা দেওয়া উচিত। ফোর্বসের তথ্য অনুসারে, মুকেশ আম্বানি বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 82.6 বিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় রুপিতে 71,76,67,35,00,000 টাকা। এই জেড প্লাস নিরাপত্তা বিশিষ্ট নাগরিকদের জন্য ভারতের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শুধু দেশেই নয়, দেশের বাইরেও ২৪ ঘণ্টা তাঁদের নিরাপত্তার বেষ্টনীতে রাখতে হবে বলে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফোর্বস-এর মতে $৮২.৬ বিলিয়ন ডলারের সম্পত্তি সমেত মুকেশ আম্বানি গোটা বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি। কেন্দ্রীয় সরকারের স্পেশাল লিভ পিটিশনের আওতায় ত্রিপুরা হাইকোর্টের এক রায়ের পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। কারণ আম্বানিদের প্রাণের ঝুঁকি আদৌ রয়েছে কিনা, থাকলেও, তা কতটা গুরুতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে তার বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট। আগেই ত্রিপুরা আদালতের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। মঙ্গলবার দেশে এবং বিদেশে আম্বানিদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি কৃষ্ণ মুরারি এবং এহসানউদ্দিন আমানাতুল্লার ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দেন।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News