ব্লগিং পরিবারে শোকের ছায়া

banner

#Pravati Sangbad Digital Desk:

আর পাঁচজনের থেকে অমিত মন্ডল ছিলেন অন্যরকম। অন্যরকম ছিল তার জীবন সংগ্রাম। প্রতিদিনকার সেই জীবন সংগ্রামী তুলে ধরতেন সামাজিক মাধ্যমে। হাঁটাচলার তেমন একটা শক্তি ছিল না তার। প্রতিবন্ধকতা নিয়েই পড়াশুনার চেষ্টাও চালিয়েছেন তিনি। মঙ্গলবার এই চেষ্টার অবসান ঘটল। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে পথদুর্ঘটনায় মৃত্যু হল বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডলের।একাধিক বিড়ম্বনা এবং দারিদ্র্যের সঙ্গেই তাঁকে মানুষ করেন তাঁর বাবা,মা। যাঁরা স্থানীয় বাজারে সাফাইকর্মীর কাজ করেন বলে জানা গিয়েছে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়েই ঘুরে দাঁড়ান অমিত মন্ডল। একাধিক বিদ্রুপ সহ্য করেই শুরু করেন ভিডিও বানানো। ভাঙাচোরা বাড়ি আর অমিতের বাবা, মায়ের দিননামচার লড়াইয়ের কথা উঠে আসে তাঁর ভিডিওয়। ইউটিউব চ্যানেল প্রায় ৩ লক্ষ সাবস্ক্রাইবার জুটিয়ে ফেলেন অমিত। খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে ২২ বছর বয়সী অমিত মন্ডল তাঁর দুই বন্ধুর সঙ্গে একটি স্কুটিতে চড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম অমিতকে তাৎক্ষণিকভাবে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা আর হলনা। গভীর রাতে তাঁর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম-এ। ডাক্তারদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি ইউটিউবারকে। বুধবার সকালে মারা যান তিনি। অমিতের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাঁর হাজার হাজার অনুরাগী-সহ তাঁর ব্লগার বন্ধুরা। মারা যাওয়ার আগের দিন ইউটিউবে অমিতের শেষ ভ্লগে দেখা গিয়েছিল, তিনি বন্ধুদের নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে এসেছেন। আর ওই ভিডিও তৈরি করার সময় অমিত মন্ডলকে জেলের ভিতর ঢুকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার ফাঁসি হবে! এখন আমি কারাগারে বন্দি।’ স্বাভাবিকভাবেই ২২ বছর বয়সী ওই ইউটিউবারের মৃত্যুর পর তার শেষ ভিডিও সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের চোখে জল আনছে, কারণ জীবনের শেষ ভিডিওতে অমিত মৃত্যুর কথা বলেছিলেন। 

অমিত-সহ ৩ জন জখম হন ওই দুর্ঘটনায়। অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমিত। অমিতের চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর পরিবার। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তাঁর মৃত্যুর পর থমথমে ফ্রেজারগঞ্জ এলাকা। বাবা মা দুজনেই এলাকার পঞ্চায়েতের সাফাই কর্মী। ঠিকমতো নিজেদের মাথা গোঁজার ঠাঁই না থাকার পাশাপাশি শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম অমিত জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছিলেন ভিডিও তৈরি করে। সেখান থেকে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি উপার্জনও হচ্ছিল। সেই উপার্জন থেকে একটি স্কুটি কেনেন এবং ছোট্ট একটি বাড়ি তৈরি করার পরিকল্পনাও ছিল তার মধ্যে। কিন্তু নিমেষে সব ধুলোয় মিশে যায় দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের ওই যুবকের।

Journalist Name : Aparna Dutta

Tags:

Related News