সাইকেলের বাংলা মানে কি

banner

#Pravati Sangbad Digital Desk:

সাইকেল, বা বাইসাইকেল। কাছে-পিঠে ঘুরতে যাওয়ার জন্যে এক কথায় অসাধারণ যাতায়াত মাধ্যম হল সাইকেল। যদিও বর্তমানে বাজারে এত পরিমাণের মোটর সাইকেল-স্কুটারের আবির্ভাব ঘটেছে যে, যার কারণে মানুষের কাছে সাইকেলের গুরুত্ব অনেকটাই কমেছে। এছাড়াও সাইকেলের তুলনায় মোটর সাইকেলের দামটা এতটাই বেশি, সেই কারণে অনেকেই মোটর গাড়ির স্বপ্ন ত্যাগ করে সাইকেলের উপর ভরসা রাখে। মধ্যবিত্তের যাতায়াতের অন্যতম সহজলভ্য মাধ্যম এই বাইসাইকেল। বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ভালো কোম্ জলের সাইকেল ক্রয় করতে খরচ হয় প্রায় চার হাজার টাকা এমনকি 10 থেকে 12 হাজার টাকাও। অন্যদিকে দিন প্রতিদিন বেড়েই চলেছে ইলেকট্রনিক্স সাইকেল এর ব্যবহার।

সময়োপযোগী যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাইকেলে বসানো হয়েছে মোটর আর সেই মোটরের কারণে বিনা প্যাডেলেই সাইকেলে করে এগিয়ে যাওয়া যায় বহুদূর। বিশেষ কিছু কোম্ জলের ইলেকট্রিক সাইকেলের প্রায় 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় এক চার্জেই যার মধ্যে Hero Lectro C1,C5x এবং F1 এই তিনটি সাইকেলে অত্যন্ত ভাল মানের এবং এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। এছাড়াও এখন সাইকেলেও মোটর লাগিয়ে দ্রুত যাতায়াত মাধ্যম বানানো যায়। সমাজ এখন এতটাই আধুনিক প্রযুক্তির দ্বারা সমৃদ্ধ। এছাড়াও সাইকেল চালাতে দরকার হয় না কোনরকম পেট্রোল-ডিজেল কিংবা ব্যাটারির। তাই সাইকেল থেকে পরিবেশ দূষণও হয় না। শহরে খুব একটা সাইকেলের ব্যবহার না থাকলেও গ্রামাঞ্চল কিংবা মফস্বলে আজও সাইকেলের চাহিদা অব্যাহত। বর্তমানে সাইকেলের মূল্য কমপক্ষে ৪ হাজার টাকা। এ ছাড়াও আরও বেশি মূল্যের সাইকেলও রয়েছে। পরিবেশ দূষণরোধকারী এই পরিবাহকটিকে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকলেও অনেকেই হয়তো জানি না এর বাংলা প্রতিশব্দ! তাই জানিয়ে রাখা ভাল ইংরেজি শব্দ সাইকেলের বাংলা প্রতিশব্দ হলো দ্বিচক্রযান। এছাড়াও ইতিহাস ঘাটলে জানা যায়, আধুনিক সাইকেলের প্রথম সূচনা হয়েছিল 1888 সালে। এছাড়াও নিত্যদিনের সাথী এই সাইকেলের আসল আবিষ্কারকের নাম জানেন কি? আধুনিক সাইকেলের প্রথম উদ্ভাবকের নাম এখনো পর্যন্ত অজানা থাকলেও জানা যায় ফ্রান্সের পিয়ের মিশো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের পিয়ের লালেমেন্ট নামক দুই ব্যক্তি প্রথম প্যাডেল চালিত সাইকেলের আবিষ্কার করেন। তাই এখন থেকে নিত্যদিনের এই পরিবাহকটি ব্যবহারের সময় আশা করা যায় আপনাদের অবশ্যই মনে থাকবে তার নেপথ্য কাহিনী!

Journalist Name : Sampriti Gole

Tags: