দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি ! বলিউডের রাজনীতি নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

banner

#Pravati Sangbad Digital Desk:

লিউডের রাজনীতি নিয়ে চিরকালই চর্চা চলে এসেছে। তবে  এবার এক্কেবারে বোমা ফাটালেন প্রাক্তন 'মিস ওয়ার্ল্ড' প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর দাবি দেশে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন তিনি, একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন। 

   সম্প্রতি, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।পিগি চপস বলেন, 'আমি আগে কখনও যা বলিনি, তা আজ বলছি.'। প্রিয়াঙ্কার কথায়, 'সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।' প্রিয়াঙ্কা বলেন, 'সেসময় মিউজিক আমায় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে কাজ করি। '

    প্রিয়াঙ্কা বলেন, 'আমাকে কাজ পেতে হলে কেন কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে? ততদিনে আমি তো অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার কেরিয়ার নষ্টকরতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যাতে না নেয়, তারজন্য উঠে পড়ে লেগেছিল ওরা। সেসময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।' প্রিয়াঙ্কা জানান, সেসময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র‍্যাপার জায়েজের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজের কেরিয়ার এখন শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয়ও কেরিয়ার গড়তে শুরু করি।'

    প্রসঙ্গত এবিসির কোয়ান্টিকোতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরবর্তী 'বেওয়াচ', 'ম্যাট্রিক্স: রেভোলিউশনস', 'দ্য হোয়াইট টাইগার'-এ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে শীঘ্রই সিটাডেলে দেখা যাবে তাঁকে। আগামী মে মাসে মুক্তি পাবে প্রিয়াঙ্কা আরও একটি হলিউড ছবি 'লাভ এগেইন'।

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News