শাসকদের থেকে পাওয়া এবং ভারতকে প্রথম বিশ্ব দরবারে নিয়ে যাওয়া ক্রিকেটের ইতিহাস

banner

#Pravati Sangbad Digital Desk:

উপনিবেশবাদের ধর্ম অধিকৃত সাম্রাজ্যকে প্রভাবিত করা; অন্তত ইংরেজ উপনিবেশবাদ এমনটাই দৃষ্টান্ত রেখছে। এটা ছিল ইংরেজ শাসনের সাধারন নীতি । শিক্ষা , সংস্কৃতি , বিনোদন , খেলা সবটাতেই শাসক প্রভাবিত করেছে শাসিতকে ; কিন্তু শুধু খারাপ দিক দেখা আর গেল গেল রব না ফেলে কখনও কখনও ইতিবাচক দিকগুলো ভাবাও আমাদের মানসিক প্রবণতা হওয়া উচিত। আর এদিক থেকে দেখতে গেলে ইংরেজ উপনিবেশের এক অন্যতম দান ক্রিকেট । ফুটবলের পর বিশ্বের আর এক জনপ্রিয় খেলা। আজকের এই জনপ্রিয় খেলার জন্মলগ্ন ছিল সম্ভবত  ১৫৯৭ তে 

যা উইল্ডে বসবাসকারী সাক্সন শিশুদের মধ্যে প্রচলিত ছিল তা অষ্টদশ শতকে ইংল্ডের জাতীয় খেলার রুপ পায়। ভারতে এই খেলা আসে ইংরেজ শাসকের হাত ধরে ১৭২১ খ্রীস্টাব্দে। অবশ্য তখন তা ছিল শাসকের  মধ্যেই সীমাবদ্ধ। প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব হল কলকাতার ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ১৮৮৪ তে মাদ্রাসে পারসিকদের মধ্যে ওরিয়েন্টাল ক্লাবের কথাও এখানে বলতে হয় । ১৯৭৫ সালে  ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপে যে দলগুলো ছিল তারমধ্যে ছিল ভারতও । ভারত ১৯২৬ সালের ইম্পিরিয়াল ক্রিকেটে সি কে নাইডুর নেতৃত্ব অংশগ্রহণ করে।

ইংল্যান্ড ভারত প্রথম মুখোমুখি হয় লর্ডসে কিন্তু ভারত বিজয় মুকুট আনতে পারেনি। ১৯৭৪ এ বিশ্বকাপে ভারত যোগদান করলেও জয়ের মুখ দেখতে পায়নি। ভারত প্রথম বিশ্বকাপ  আনতে পেরেছিল ১৯৮০তে। এই সোনালী গৌরব সেদিন এনে দিয়েছিল কপিল দেবের নেতৃত্বে পুরো দল। ১৯৮৪ তে ভারত এশিয়া কাপ নিয়ে আসে। ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলি প্রথম বাঙালী যিনি  ভারতীয় দলের নেতৃত্ব করেন।

যদিও দুর্ভাগ্যবশত সেবার ভারত ফাইনালে গিয়েও শুন্যহাতে ফিরে আসে। ভারত আবার ঘরে বিশ্বকাপ আনতে পারল ২০১১ সালে। এবার নেতৃত্বে ছিলেন মহেন্দ্র সিং ধনি। সহযোগীরা ছিলেন বিরাট কহলি , ইউসুফ পাঠান প্রমুখেরা। শেষ বিশ্বকাপ ২০১৯ সালে হয় বিরাট কহলির নেতৃত্বে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারে  ভারত শুন্যহাতে ফিরে আসে।

Journalist Name : Rakhi Halder

Related News