Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

PL 2023: আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা, জানুন মঞ্চ মাতাবেন কোন তারকারা

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফর্ম্যাটে ফিরছে। তাই এবারের টুর্নামেন্ট আয়োজকদের জন্য খুবই বিশেষ। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিটি দল তাঁদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে।

প্রথম ম্যাচে গত মরসুমের চ্যাম্পিয়ন দল গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হতে চলেছে। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলা হবে। 

১ লক্ষ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। গান গাওয়ার কথা দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিত্‍ সিং-এর।

উদ্বোধনী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। মনে করা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা থেকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে পারে। উইমেন্স প্রিমিয়ার লিগে তিন তারকা পারফর্ম করেছিলেন। এখানে সেই সংখ্যা বেশি থাকবে।

জানা যাচ্ছে, গুজরাতের পাশাপাশি আইপিএলে অংশগ্রহণকারী বিভিন্ন দলগুলি যে শহরের, সেই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হতে পারে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ ছিল। করোনাকালে আইপিএল হলেও সেখানেও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।

গত বছর আইপিএলের ফাইনাল হয়েছিল আমেদাবাদে। সেখানে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন এ আর রহমান, রণবীর সিংয়ের মতো তারকারা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনকে থিম করে সাজানো হয়েছিল সেই অনুষ্ঠান। এবার আইপিএল যেমন হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে, তেমনই জমকালো উদ্বোধন দিয়ে তার সূচনা করার পরিকল্পনা বিসিসিআইয়ের।

Journalist Name : Sampriti Gole

Related News