নিজের শহরে ফিরে নস্টালজিক অনির্বাণ

banner

#Pravati Sangbad digital Desk:

জন্ম ,ধীরে ধীরে বড়ো হয়ে ওঠা ,স্বপ্ন দেখা ,পড়াশোনা সব কিছুই এই মেদিনীপুর শহরে।সেই মেদিনীপুর শহরেই রবিবার প্রদ্যত স্মৃতি সদনে একটি নাটক নিয়ে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর এর ই ছেলে অনির্বাণ ভট্টাচার্য।প্রেক্ষাগৃহে উপচে পড়ছিল ভিড় ।করতালির আওয়াজে গমগম করছিল সারা অডিটোরিয়াম ।দর্শক রা সবাই তার অভিনয় দেখে মুগ্ধ ।

গত রবিবার বিকেলে মেদিনীপুর এর প্রদ্যোত স্মৃতি সদন এ উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য,দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখ ।কলকাতার ' পাইকপাড়ার ইন্দ্ররঙ্গ ' প্রযোজিত নাটক ' অদ্য শেষ রজনী ' মঞ্চস্থ করেন তারা ।ব্যবস্থাপনায় ছিল শহরের রামকৃষ্ণনগর উন্নয়ন সমিতি ।নাটক টির পরিচালনার দায়িত্ব ছিল ব্রাত্য বসুর ওপর ।২০১৬ সালে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ।এদিন মেদিনীপুরে ছিল নাটকটির ৭৪ তম মঞ্চ উপস্থাপন ।বলা হয় ,কিছুদিন পরেই কলকাতার পাইকপাড়ায় নাটকটির ৭৫ তম মঞ্চায়ন হবে ।এটি ই হবে নাটকটির শেষ মঞ্চায়ন ।এরপর আর নাটক টি মঞ্চস্থ করা হবে না ।বছর তিনেক আগেই নাটকটি মেদিনীপুর এ মঞ্চায়ন করার পরিকল্পনা করা হয়েছিল ,তবে তখন করোনা অতিমারির কারণে তা আর সম্ভব হয়নি ।মঞ্চ টিকে ট্রামের থিমে সাজানো হয়েছিল ।রবিবার তার অভিনয় দেখতে অনেক গুনিমানী রাও এসেছিলেন ।তাদের মধ্যে অন্যতম ছিলেন আলোকবরণ মাইতি,সুমন্ত সাহা, অভিনন্দন মুখোপাধ্যায় প্রমুখ। সঙ্গীতশিল্পী আলোকবরণ বলেন, ‘‘আমি কলকাতায় গিয়েও এই নাটকটি দেখে এসেছি। মেদিনীপুরের মঞ্চে ওঁকে দেখার অপেক্ষায় ছিলাম। অনির্বাণ নানান মেজাজ, চরিত্র এত সুন্দর করে আলাদা করতে পারেন। সব চরিত্র জীবন্ত হয়ে ওঠে নাটকের মধ্যে, নাটকের দৃশ্যে।’’


পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহর মেদিনীপুর এ জন্ম অনির্বাণ এর ।মেদিনীপুর এর বিধাননগর এ জন্মগ্রহণ করেন তিনি ।এরপর বড়ো হয়ে ওঠা এই মেদিনীপুর শহরেই ।২০০৪ সালে কলকাতা চলে আসেন অভিনেতা ও নাট্যশিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য ।নিজেকে প্রমাণ ও করেছেন তিনি ।বহু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শক দের ।নিজেকে বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের একজন অন্যতম বলিষ্ঠ ও শ্রেষ্ঠ অভিনেতা হিসেবেও পরিচয় গড়ে তুলেছেন ।সম্প্রতি বলিউড এও কাজ করেছেন তিনি ।দক্ষ অভিনেত্রী রানী মুখার্জি এর সঙ্গে একই পর্দায় কাজ করেছেন ' মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ' সিনেমা তে ।সাফল্যের শীর্ষ ছুঁলেও কোনোদিন মাটির থেকে আলগা হননি তিনি ।জন্মস্থান কে ভোলেননি কখনোই ।গত বছর ২৫ এ মার্চ মেদিনীপুরে এসেছিলেন মেদিনীপুর কলেজ এর অনুষ্ঠানে ।গত রবিবার আবার গেলেন নাটকের উপস্থাপনা করতে।

নাটকের শেষে করতালি তে ভরে যায় সারা অডিটোরিয়াম ।দর্শক রা অনুরোধ করেন একটু কিছু বলার জন্য ।অনির্বাণ তখন মুখে অল্প হাসি নিয়ে বলেন ,"আমি আর কী বলব? এটা তো আমার পাড়া ।আমি তো এখানেই থাকি। বড়ও হয়েছি এখানে।" তিনি বলেন ," যেটাকে কালচারাল এক্সপোজার বলে, সংস্কৃতির সঙ্গে আমার যে পরিচয়, সেটা গান হোক, নাচ হোক, নাটক হোক, যাই হোক না কেন, সেটা আমার এখানেই। এই অডিটোরিয়াম থেকেই।" কথা প্রসঙ্গে নস্টালজিক অনির্বাণ বলেন," স্বাভাবিক ভাবেই এই অডিটোরিয়াম তখন এ রকম ছিল না। খানিকটা অন্য রকম ছিল এই জেলা পরিষদ হল। আমি কত গান শুনেছি, অনুষ্ঠান দেখেছি এখানে। মেদিনীপুরের এই মঞ্চে আমি এর আগেও অভিনয় করেছি। এখানে অভিনয় করা সব সময়েই স্পেশাল আমার কাছে।।" 

Journalist Name : Srimita Sasmal

Related News