সাংসদের শীতকালীন অধিবেশন :

banner

#Pravati Sangbad Digital Desk:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ২৯ নভেম্বর। তা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর। কিন্তু একদিন আগেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি  করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শেষ দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ২৯ নভেম্বর। তা শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর। কিন্তু একদিন আগেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি  করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শেষ দিনের অধিবেশনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
লখিমপুর খেরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এদিন লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন কংগ্রেস সাংসদ মনিকাম টেগোর। লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন এই অধিবেশনে করোনা নিয়ে ১২ ঘন্টা আলোচনা হয়েছে। এদিন রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খারগে অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃত ১২ সাংসদকে সাসপেন্ড করেছিল। করেছিল যাতে সব বিল সহজেই পাশ করিয়ে নেওয়া যায়। তিনি বলেন, অধিবেশন ঠিকভাবে চালাতে তারা শাস্তি মুকুমের প্রস্তাব দিলেও তা মানা হয়নি। এদিন অধিবেশন মুলতুবির পরে রাজ্যসভার চেয়ারম্যান তাঁর অখুশি হওয়ার কথা জানিয়েছেন।লোকসভা ও রাজ্যসভার শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, লোকসভঙায় ৮২ শতাংশ এবং রাজ্যসভায় ৪৭ শতাংশ কাজ হয়েছে।
যেসব বিল এই অধিবেশনে পাশ হয়েছে
১) নির্বাচনী আইন (সংশোধনী) বিল
২) নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (সংশোধনী) বিল ২০২১ (রাষ্ট্রপতির অনুমোদনে)
৩) দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি ২১ ডিসেম্বর দেওয়া হয়েছে।)
৪) সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন সংশোধনী বিল ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি ২১ ডিসেম্বর দেওয়া হয়েছে। বিল এখন আইন)
৫) হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকদের (বেতন ও চাকরির শর্তাবলী) সংশোধনী বিল।
৬) কৃষি আইন বাতিল বিল, ২০২১ (রাষ্ট্রপতির সম্মতি দেওয়া হয়েছে বিল এখন একটি আইন।)
৭) সহায়ক প্রজনন প্রযুক্তি নিয়ন্ত্রণ বিল ২০২০
৮) সারোগেসি রেগুলেশন বিল, ২০১৯
৯) বাঁধ নিরাপত্তা বিল
১০) দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (সংশোধন) বিল, ২০২১ (১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি প্রাপ্ত বিল, এখন একটি আইন)
১১) সংসদীয় স্থায়ী কমিটির আগে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা সংশোধনী বিল
১২) মধ্যস্থতা বিল ২০২১ (নির্বাচিত কমিটির আগে)
১৩) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্ট্যান্টস এবং কোম্পানি সেক্রেটারি (সংশোধন) বিল
১৪) জৈবিক বৈচিত্র্য সংশোধনী বিল ২০২১
১৫) লোকসভায় প্রবর্তিত বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী বিল, ২০২১
১৬) জাতীয় ডোপিং বিরোধী বিল
ফের  সংসদের আগামী শীতকালীন অধিবেশন বসবে নতুন ভবনে। বুধবার এমনটাই জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তারই লক্ষ্যে যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ চলছে। প্রতিদিন তিন শিফটে কাজ করছেন প্রায় ৫ হাজার শ্রমিক। এক প্রশ্নের উত্তরে জানালেন তিনি। কাজ কেমন এগচ্ছে, তা জানতে সংশ্লিষ্ট অফিসারদের ডেকে বৈঠকও করেছেন ওম বিড়লা। কিন্তু নতুন সংসদ ভবনে যে থাকছে না সেন্ট্রাল হলের মতো এমপিদের ঘরোয়া আড্ডার কোনও জায়গা? প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তার জন্য এমপিদের একে অপরের সঙ্গে সাক্ষাতে কোনও সমস্যা হবে না। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনে স্রেফ থাকবে লোকসভা ও রাজ্যসভার কক্ষ। আর থাকছে অফিস ঘর। এখন সংসদের যৌথ অধিবেশন বসে ঐতিহাসিক সেন্ট্রাল হলে। নতুন সংসদ ভবনে সেই রীতি আর থাকবে না। যৌথ অধিবেশন হবে লোকসভার বিশাল কক্ষে। 

বুধবার শেষ হওয়া সংসদের শীতকালীন অধিবেশনে ১৮ দিনে বিরোধীদের হল্লা, বিক্ষোভের জেরে লোকসভায় ১৮ ঘণ্টা ৪৮ মিনিট সময় নষ্ট হয়েছে বলে জানান স্পিকার ওম বিড়লা। গত ২ ডিসেম্বর রাত সাড়ে ১২টা পর্যন্ত সভাও যেমন বসেছে, একইভাবে ক্ষণে ক্ষণে মুলতুবির ঘটনাও ঘটেছে। সার্বিকভাবে ৮২ শতাংশ কাজ হয়েছে। তবে প্রশ্ন জমা দিয়েও সভার হাজির না থাকার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার স্পিকার। বলেন, ১৮ জন এমপি প্রশ্ন জমা দিয়েও নির্ধারিত সময়ে সভায় হাজির ছিলেন না। এছাড়া শিশির কুমার অধিকারী, আজম খান, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রীনিবাস প্রসাদ, সঞ্জয় ধোত্রে, সুখবীর সিং বাদলের মতো ১১ জন শীতকালীন অধিবেশনে একদিনও আসেননি।

যদিও এঁরা শারীরিক অসুস্থতা, এলাকায় নির্বাচন, জেলবন্দি, ব্যস্ততার মতো কারণ দেখিয়ে স্পিকারের কাছ থেকে আগেই ছুটির অনুমোদন নিয়েছেন। রাজ্যসভায় মোট কাজ হয়েছে ৪৭.৯ শতাংশ। এই তথ্য জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বলেছেন, সভার হাল দেখে আমি মোটেই খুশি নই। দুই সভায় এবার মোট ১১ টি বিল পাশ হয়েছে।

Journalist Name : Sayantika Biswas

Related News