প্রায় ২৫ লক্ষ টাকার রেমডেসিভির নষ্ট, কাঠগড়ায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল

banner

#কলকাতা:

রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই অসংখ্য সংক্রমণ ঘটছে রাজ্যে, সংক্রমণের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ, আর তার মধ্যেই খাস কোলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নষ্ট হল করোনার জীবন দায়ি ওষুধ রেমডেসিভির। সুত্রের খবর প্রায় ৮৫০ ভায়েল রেমডেসিভির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যার আনুমানিক বাজার মুল্য ২৫ লক্ষ টাকার কাছাকাছি। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রেমডেসিভির বিশেষ কাজ করেছিলো, তারপর থেকেই স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের সমস্ত কোভিড হাসপাতালগুলিকে রেমডেসিভির দেওয়া হয়, মুলত একটি রেমডেসিভির ইঞ্জেকশেনের মেয়াদ ছয় মাস, এক একটি ভায়েলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকার কাছাকাছি। দ্বিতীয় ঢেউয়ের সময় জীবন দায়ি হয়ে উঠেছিল রেমডেসিভির। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের শেষে আশঙ্কা জনক রোগীর সংখ্যা কমে যাওয়ার ফলে হাসপাতালের স্টোরে পরে নষ্ট হয়েছে রেমডেসিভির। শুধু শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল নয়, রাজ্যের আরও বেশ কয়েকটি হাসপাতালে এই ওষুধ নয়ে হয়েছে বলে জানা গেছে।
আইন অনুযায়ী কোন স্বল্প মেয়াদি ওষুধ যদি কোন হাসপাতালের কাছে দরকারের থেকে বেশি মাত্রাই মজুদ থাক তাহলে সেই মজুদের পরিমান কত তা স্বাস্থ্য দপ্তরের ওয়েব সাইটে আপলোড করতে হয়, যার ফলে যেই সব হাসপাতালে ওই ওষুধের পরিমান কম বা নেই সেখানে ওষুধ গুলি পাঠানো হয়। কিন্তু এ ক্ষেত্রে রেমডেসিভিরের মতো জীবন দায়ি ওষুধের এত ভায়েল কিভাবে নষ্ট হল তা এখনও স্পষ্ট নয়।

Journalist Name : Sabyasachi Chatterjee