Flash news
    No Flash News Today..!!
Saturday, May 11, 2024

গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : TMC গোয়ায় সরকার গঠন করে নতুন ভোরের সূচনা করবে

banner

#Goa:

উত্তরবঙ্গ সফর সেরে ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য আগামী বছরে গোয়ার বিধানসভা ভোট। তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ট্যুইটে তিনি বলেন, "২৮ অক্টোবর গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তার আগে বিজেপি এবং তাদের বিভেদমূলক অ্যাজেন্ডাকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। ১০ বছর ধরে গোয়ার মানুষ ভোগান্তির শিকার। আমরা একসঙ্গে নতুন সরকার গঠনের মাধ্যমে নতুন ভোরের সূচনা করব। যা গোয়ার জনগণের সরকার হবে এবং সমস্ত দাবিপূরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।"


সামনের সপ্তহে মমতার গোয়া যাওয়ার কথা রয়েছে। সেই সফরেই অনেকেই যোগদান করতে পারেন বলেই জানা গিয়েছে।গোয়ায় তৃণমূলের অগ্রগতি শুরু হয়েছে সমুদ্র রাজ্যের দু’বারের মুখ্যমন্ত্রী এবং সাতবারের কংগ্রেস সাংসদ লুইজিনহো ফালেরিও যোগদানের পর থেকেই। ফালেরিওর তৃণমূলে যোগের পর থেকেই একে একে অনেকেই গোয়ায় ঘাসফুল শিবিরে যোগ দিচ্ছেন। গোয়া ফরওয়ার্ড পার্টি (GFP) এবং মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (MGP) তৃণমূলে যোগ দিতে পারে এমন একটি জোরালো গুঞ্জনের তৈরি হয়েছে। সেই চর্চার মধ্যে মমতা তাঁর দুই দিনের সফরের অংশ হিসাবে ২৮ অক্টোবর উপকূলীয় রাজ্যে পৌঁছতে চলেছেন। জানিয়ে রাখা ভালো মমতার গোয়া সফরের আগে, তৃণমূল উপকূলীয় রাজ্যে একটি স্লোগান শুরু করেছে- ‘গোয়াঞ্চি নাভি শোকাল’ (গোয়াতে নতুন সকাল) বলে।


মমতার সফরের সময়, গোয়ার রাজনীতিতে আরও কয়েকজন বিশিষ্ট মুখ আমাদের দলে যোগ দেবেন। তিনি কিছু বিশিষ্ট মুখের সঙ্গেও বৈঠক করবেন যারা তাদের বিজেপি-বিরোধী মতামত চলে বলে পরিচিত।


গত মাসে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরিও পদক্ষেপের পর বাংলার মুখ্যমন্ত্রীর একটি ধারাবাহিক রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। কারণ গোয়াতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের দলত্যাগের আশা করছে তৃণমূল। ফালেরিও ছাড়াও বিশিষ্ট গোয়ার ক্রীড়া ব্যক্তিত্ব – ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো এবং বক্সার লেনি ডি’গামাও তৃণমূলে যোগ দিয়েছিলেন। ক্রমেই উপকূলের রাজ্যে মূল শক্ত করছে তৃণমূল। ৪০ আসনের নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং ক্যাবিনেট মন্ত্রী মনোজ তিওয়ারিকে উপকূলীয় রাজ্যে দলের এজেন্ডা ছড়িয়ে দেওয়ার জন্য গোয়ায় শিবিরে নিযুক্ত করেছেন।

Journalist Name : Priyasree konar

Related News