Flash News
    No Flash News Today..!!
Monday, December 15, 2025

ডিভোর্স হলেও সন্তানের জন্ম শংসাপত্রে থাকবে বাবার নাম

banner

journalist Name : Priyashree

#Pravati Sangbad Digital:

যদি কোনও দম্পতির সন্তান হওয়ার পর ডিভোর্সও হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে শিশুর বার্থ সার্টিফিকেট থেকে কোনওভাবেই বাবার নাম বাদ দেওয়া যাবে না। যদি মা ফের বিয়ে করেন তবুও বাবা হিসাবে নতুন কোনও নাম সংযোজন করা যাবে না শিশুর জন্মের শংসাপত্রে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, জন্মের শংসাপত্রে বাবা হিসাবে একবার যার নাম রেজিস্টার্ড হয়ে যাবে তা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। মূলত শিশুর স্কুলে ভর্তির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না থাকে, সেদিকে তাকিয়েই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।  হৃদযন্ত্রের সুস্থতায় যেসব খাবার


রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী, জন্ম-মৃত্যুর শংসাপত্রে যা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না, তা হল জন্মের তারিখ, বাবার নাম, নামের সম্পূর্ণ বদল, এমন কিছু যাতে আইনি জটিলতা তৈরি হতে পারে। সমস্ত রেজিস্ট্রারের কাছে নির্দেশ গিয়েছে যদি কোনও ব্যক্তি নিজের জন্মের তারিখ অথবা জন্মস্থান পরিবর্তন করতে চান কোনওভাবেই যেন তাঁর আবেদন না গ্রহণ করা হয়। যে কোনও পরিবর্তনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। পদবি পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করতে হবে। লাগবে স্কুল অ্যাডমিশন সার্টিফিকেটও।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News