ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক! বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে...

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ! দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশ কলকাতা হাই কোর্টের। জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিচারপতির মন্তব্য, “আইএসআই ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা মারাত্মক অভিযোগ। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ।” এই মামলায় জিওসি ইন্টার্ন কমান্ড, সেনা ও পুলিশকে পার্টি করার নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযোগ, পাকিস্তান থেকে এসে তাঁরা ভারতীয় সেনায় যোগ দিয়েছেন। সরকারি পরীক্ষার মাধ্যমে তাঁদের নিয়োগও হয়েছে। ওই পরীক্ষায় প্রয়োজনীয় নথিপত্র জাল করে চাকরি পেয়েছেন তাঁরা। এর নেপথ্যে বড়সড় চক্র রয়েছে বলে দাবি মামলাকারীর।

 “মারাত্মক অভিযোগ, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ, মন্তব্য কোলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার।“ অভিযোগ, রাজ্যের পুলিশ, ভিনরাজ্যের পুলিশ, সেনাতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত আছে বলে অভিযোগ। একাধিক প্রশাসনিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে সহযোগিতা করছে। থানা ও পুরসভার মাধ্যমে এই দুর্নীতি চলছে বলে অভিযোগ।

Journalist Name : প্রিয়শ্রী

Related News