২০২৩ সালের আগামী মাস গুলি তে কোন কোন ছুটি থাকছে ??

banner

#Pravati Sangbad Digital Desk:

২০২৩ সালের এপ্রিল মাস প্রায় শেষ এর পথে । হাতে গোনা এর কয়েক টা দিন পেরোলেই এপ্রিল মাস শেষ হয়ে মে মাস পড়বে।আর বছরের অবশিষ্ট আট টি মাসে কোন কোন দিন গুলি তে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি ছুটি থাকবে সেই তালিকা এবার প্রকাশ করলো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ ।

এই ছুটির তালিকায় মত ৬০ টি ছুটির ঘোষণা করা হয়েছে ।তার মধ্যে দুটি দীর্ঘ মেয়াদী ছুটি র ঘোষণা করা হয়েছে ।যেমন - স্কুল গুলি তে গ্রীষ্ম কালীন ছুটি থাকবে ১০ দিন ও দুর্গা পুজো তে ছুটি থাকবে ২৬ দিন ।এছাড়া ও আর কি কি ছুটি রয়েছে জেনে নিন - 

মে মাসের ছুটির তালিকা - 

১মে - সোমবার- আন্তর্জাতিক শ্রম দিবস

৫ মে  - শুক্রবার - বুদ্ধ পূর্ণিমা

 ৯ মে - মঙ্গলবার - রবীন্দ্রনাথের জন্মদিন

১৪ মে - রবিবার - মাদার্স ডে 

জুন মাসের ছুটির তালিকা - 

১৪ জুন -  রবিবার - ফাদার্স ডে 

২০ জুন - মঙ্গলবার -  রথযাত্রা

২১ জুন - বুধবার - অয়নকাল

২৯ জুন -  বৃহস্পতিবার - ইদ

জুলাই মাসের ছুটির তালিকা - 

৩ জুলাই - সোমবার - গুরু পূর্ণিমা

২৯ জুলাই - শনিবার - মহরম

আগস্ট মাসের ছুটির তালিকা - 

৬ আগস্ট - রবিবার -  বন্ধুত্ব দিবস

১৫ আগস্ট - মঙ্গলবার -স্বাধীনতা দিবস

১৬ আগস্ট - বুধবার পারসি নববর্ষ

২০ আগস্ট - রবিবার গণেশ চতুর্থী

২৯ আগস্ট - মঙ্গলবার -  ওনাম

৩০ আগস্ট - বুধবার - রাখী পূর্ণিমা 

সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা - 

৬ সেপ্টেম্বর - বুধবার - জন্মাষ্টমী

৭ সেপ্টেম্বর - বৃহস্পতিবার -  জন্মাষ্টমী

২৮ সেপ্টেম্বর -   বৃহস্পতিবার - ইদ

অক্টোবর মাসের ছুটির তালিকা - 

২ অক্টোবর - সোমবার - মহাত্মা গান্ধী জয়ন্তী

১৫ অক্টোবর  - রবিবার -  নবরাত্রির প্রথম দিন

২০ অক্টোবর - শুক্রবার - মহাষষ্ঠী

২১ অক্টোবর - শনিবার -  মহাসপ্তমী

 ২২ অক্টোবর রবিবার - মহাঅষ্টমী

২৩ অক্টোবর সোমবার - মহানবমী

২৪ অক্টোবর  - মঙ্গলবার - বিজয়া   দশমী


২৮ অক্টোবর -  শনিবার - মহর্ষি বাল্মীকি জয়ন্তী

৩১ অক্টোবর - মঙ্গলবার - হ্যালোইন

নভেম্বর মাসের ছুটির তালিকা - 

১ নভেম্বর -  বুধবার -  কারভা চৌথ

১২ নভেম্বর -  রবিবার -  দীপাবলি,চতুর্দশী 

১৩ নভেম্বর - সোমবার - গোবর্ধন পূজা

১৫  নভেম্বর - বুধবার - ভাইফোঁটা

১৯ নভেম্বর - রবিবার - ছট পূজা

২৭ নভেম্বর -  সোমবার -  গুরু নানক জয়ন্তী

ডিসেম্বর মাসের ছুটির তালিকা

২৫  ডিসেম্বর - সোমবার -  বড়দিন

৩১  ডিসেম্বর রবিবার -  নিউ ইয়ারের আগের দিন

আপাতত ছুটির এই তালিকা টি ঘোষণা করে হয়েছে ।তবে পরবর্তীতে পরিবেশ ,পরিস্থিতির কারণে ছুটির কিছু পরিবর্তন ঘটতে পড়ে ।ভৌগলিক অঞ্চল ভেদে ছুটির ও পরিবর্তন হতে পারে ।যেমন - উত্তর বঙ্গ দক্ষিণ বঙ্গের তুলনায় অপেক্ষাকৃত কম উষ্ণ হওয়ায় এখানের গরমের ছুটির মেয়াদ ও সময় সূচির পরিবর্তন হতে পারে ।সেগুলি পরবর্তী তে জানিয়ে দেওয়া হবে ।।

Journalist Name : Srimita Sasmal

Related News