কেন্দ্র এখনো প্রকাশ করল না নেতাজির নথি; ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর!

banner

#Pravati Sangbad Digital Desk:

গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী ছিল। এই দিন নেতাজির জন্ম বার্ষিকী উপলক্ষে মমতা ব্যানার্জি অনেক বক্তব্য পেশ করেন। শুরু হয় বিভিন্ন রাজনৈতিক চাপানউতোর। এই দিন মুখ্যমন্ত্রীর আয়োজন করা অনুষ্ঠানে দাঁড়িয়ে কেন্দ্রের অপ্রকাশিত নথি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী রাজ্যের কাছে যা নথিপত্র ছিল সমস্ত তাই প্রকাশিত হয়ে গেছে কিন্তু কেন্দ্রের কাছে থাকা কোন নথি এখনো পর্যন্ত সামনে আসেনি। ফলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হন। মমতা ব্যানার্জির দলের পক্ষ থেকে জানানো হয় যে জাপানের রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভস্ম হিসাবে জিডি সংরক্ষিত আছে তার ডিএনএ পরীক্ষা করা হোক। এই বিতর্কে সূচনাপাত প্রথম হয় যখন প্রজাতন্ত্র দিবসে নেতাজীকে নিয়ে বঙ্গ সরকার ট্যাবলো করবে বলে তা বাতিল করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নেতাজির অন্তর্ধান রহস্য উন্নয়নের ব্যাপারে কেন্দ্রীয় সরকার অনেক কিছু বললেও তা এখন ও পর্যন্ত সামনে আসেনি ফলে তা প্রমাণসাপেক্ষ নয়।

ইতিমধ্যেই দিল্লির ইন্ডিয়া গেটে শহীদ জাওয়ানদের শ্রদ্ধার প্রতীক হিসেবে স্থাপিত অমর জওয়ান জ্যোতির পরিবর্তে নেতাজির মূর্তি বসানো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক এবং তাতে যুক্ত হয়েছিল রাজনৈতিক তরজা। সেই সূত্র ধরেই নেতাজির ভাবনা সবচেয়ে যোজনা কমিশন তৈরি হয় এবং তা অবলুপ্তি হয়ে যায় তা নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী এরকম যোজনা কমিশন আমাদের রাজ্যে সকলের কাছেই গ্রহণযোগ্য কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় এসে তা তুলে দেয় এবং এই ধিক্কার জানায় রবিবারের মঞ্চে। মুখ্যমন্ত্রী বলেন একটা স্মারক নিয়েও রাজনীতি চলছে। শহীদদের কোন পরিবর্তন হয় না এবং শহীদ দের মধ্যে ভাগাভাগি হয় না। অমরজ্যোতি এক আলাদাই সম্মানের জায়গা সেটি নিভিয়ে নেতাজি কে শ্রদ্ধা জানানো সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এই দিনের নেতাজির জন্মদিন উপলক্ষে জানান বাংলায় নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় হবে এবং চুঁচুড়ায় স্পোর্টস ইউনিভার্সিটি হবে। এছাড়াও স্কুলে স্কুলে এখন যেমনি এনসিসি বাহিনী রয়েছে ঠিক সেরকম জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী ইউ জানান দিল্লিতে জায়গা না হলেও বাংলাদেশের জায়গা তো থাকবে তা নিশ্চিত।

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News