আমাদের দেশের ঐতিহ্যবাহী পতাকার তাৎপর্য কী জানেন ?

banner

#Pravati Sangbad Digital Desk:

যেকোনো দেশের জাতীয় পতাকা সেই দেশের ঐতিহ্য বহন করে, আর ভারতের জাতীয় পতাকাও তাদের মধ্যে একটি। ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় জাতীয় পতাকাটি ১৯৪৭ সালের ২২শে জুলাই একটি অধিবেশনে ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়েছিল।

ভারতীয় জাতীয় পতাকার উপরে উপস্থিত গেরুয়া রঙ ত্যাগ ও ধৈর্য্যের প্রতীক, মাঝে উপস্থিত সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক এবং তাতে অবস্থিত নীল রঙের অশোক চক্রটি উন্নতি ও প্রগতির প্রতীক আর শেষে উপস্থিত গাঢ় সবুজ রঙ নির্ভীকতা, কর্ম শক্তি ও জীবন ধর্মের প্রতীকের বার্তা বহন করে। এছাড়া অশোক চক্রে উপস্থিত ২৪টি দণ্ড ২৪ ঘণ্টার কথা ও একজন মানুষের ২৪টি গুনের কথাও জানান দেয়। এই গুনগুলি হল- আশা, ভালোবাসা, সাহস, ধৈর্য্য, শান্তি, উদারতা, সৌভাগ্য, ভদ্রতা, বিশ্বস্ততা, আত্মসংযম, নিঃস্বার্থ, আত্মত্যাগ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, বিচার, করুণা, অনুগ্রহ, নম্রতা, জ্ঞান, সহানুভূতি, সমবেদনা, পরম জ্ঞান, সর্বোচ্চ নৈতিকতা, পরার্থপরতা। এই জাতীয় পতাকা আমরা ভারতে অনুষ্ঠিত কিছু বিশেষ বিশেষ দিনে উত্তোলন করা হয়ে থাকি। যেমন- ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট।

২৩ ও ২৬শে জানুয়ারী – ২৩শে জানুয়ারি, এইদিন আসলে আমাদের সবার আগে মনে পরে দেশের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি যে উল্লেখযোগ্য কাজগুলি করেছিলেন তার মধ্যে অন্যতম হল- আজাদ হিন্দ ফৌজ  বাহিনী গঠন। বর্তমানে তাঁর নামে রয়েছে নেতাজি ইন্ডোর-স্টেডিয়াম এবং দিল্লির প্রবেশদ্বার ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এ বছর নয়, এখন থেকে প্রতি বছরই ২৬শে জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে সরকারি ভাবেই। তাই ২৩ ও ২৬শে জানুয়ারি উভয় দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁকে সম্মান জানাতে ও স্মরণ করে থাকি।

১৫ই আগস্ট – ১৫ই আগস্ট, ১৯৪৭, এই দিনটি ভারতীয় ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি দিন, যা প্রত্যেক ভারতীয়র মনে এক আলাদা অনুভূতির সঞ্চার করে। আর এই দিনটি আরও স্মরণীয় করার জন্য আমরা প্রত্যেক ভারতীয় এই দিনটিতে পতাকা উত্তোলন করে থাকি। এর ফলে আমাদের আগামী প্রজন্মের কাছে এই দিনটির বিশেষত্ব প্রকাশ পাবে, তারা নিজের দেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিচয় সম্বন্ধে জানতে পারবে, তাঁরা দেশের জন্য কি কি করে গেছেন সেই ব্যপারে তারা অবগত হবে এবং মন থেকে সম্মান জানাবে তাদের স্বাধীনতা সংগ্রামীদের।

Journalist Name : Swarnalye Paul

Tags:

Related News