হেনস্থার স্বীকার উত্তরপ্রদেশের নাগরিক

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৯ সালে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় লোকসভা ভোটে জয় লাভের পর কার্যত একতরফা ভাবে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়ে নিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার, যদিও সেই আইন এখনও লাগু হয়নি। কবে আইন জারি হবে তা এখনও স্পষ্ট নয় স্বয়ং দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছেও। বিল পাশের পরেই ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ, কার্যত বিদ্রোহের চেহারা নিয়েছিল সিএএ এনআরসি বিরোধী ক্ষোভ। গোটা দেশের পাশাপাশি দেশ ছাড়ার ভয়ে বিদ্রোহী রুপ নেই উত্তরপ্রদেশের জনগন। শান্তিপূর্ণ বিক্ষোভ ভেঙ্গে ফেলতে লাঠি চার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল এমনকি জল কামান পর্যন্ত চালায় উত্তরপ্রদেশ পুলিশ। তাতে প্রাণ যায় ২২ জনের।
বিক্ষোভ বন্ধ করতে একের পর এক অভিযোগে সাধারণ মানুষকে হেফাজতে নিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ, পরে জামিন দিলেও কমেনি অত্যাচার। উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনকারীদের জন্য ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি, এমনকি সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ বাবদ ৫০০ বেশি নোটিস জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। নোটিস দিয়ে তাদের পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়, ক্ষতিপূরণ বাবদ নির্ধারিত অর্থ জমা না দিলে আরও কঠোর পদক্ষেপ নেবে সরকার। ভোট মুখী যোগী রাজ্যে এই রকম অমানবিক অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। কানপুরে আন্দোলনকারীদের কাছ থেকে ইতিমধ্যেই ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ বাজেয়াপ্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

ক্ষতি পূরণের অর্থ প্রশাসনের হাতে তুলে দিতে অনেক পরিবারকেই ধার করতে হচ্ছে এমনটাই জানা গিয়েছে, কারণ তাদের মধ্যে বেশীরভাগ মানুষই দিন মজুর। তাদের মধ্যে অনেককেই কয়েক হাজার টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হয়েছে। ২০১৯ সালের ১৯ শে  ডিসেম্বর লখনউয়ের সিএএ বিরোধী আন্দোলন তুলতে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। অভিযুক্তদের আইনজীবীরা পুলিশের কাছে ভাঙচুরের প্রমাণ চাইলে, কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ দেখানো হয়, যদিও সেই ভিডিও ফুটেজের ক্লিপ গুলি ছিল অত্যন্ত ঝাপসা ফলে তারাই যে সেই ব্যাক্তি তা স্পষ্ট নয়। তবে পুলিশের দাবি ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তারাই সেই অভিযুক্ত ব্যাক্তি। আইনজীবীরা এও বলেন, অভিযুক্তদের পক্ষে সাওয়াল করার কোন অবকাশ নেই, পুলিশ প্রশাসনের তরফ থেকে যা বলা হচ্ছে, অভিযুক্তদের ঠিক তাই করতে হচ্ছে।

সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন, যা নিয়ে রাজনীতির পারদ ঊর্ধ্বমুখী যোগী রাজ্যে। কিছুদিন আগেই বারানসি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাশি বিশ্বনাথ করিডরের উদ্বোধনও করেন তিনি। উদ্বোধনী মঞ্চে উঠে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় কেন্দ্র উত্তরপ্রদেশ। কথিত আছে বারানসি যার দিল্লি সিংহাসন তার। ভোট মুখী উত্তরপ্রদেশে ইতিমধ্যেই বিজেপিতে ভাঙন শুরু হয়ে গিয়েছে, কিছুদিন আগেই বেশ কিছু দলিত নেতা গেরুয়া শিবির ছেড়ে নাম লিখিয়েছেন সমাজবাদী পার্টিতে। সমাজবাদী পার্টির অন্যতম মুখ কিরণময় নন্দ গত মঙ্গলবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও এসেছিলেন প্রচার সংক্রান্ত আলোচনা করতে। ভোট মুখী উত্তরপ্রদেশে জনরোষ বিজেপির পক্ষে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News