“আমার একাউন্টের ফলোয়ার্স বাড়ছে না ”- রাহুল গান্ধী:

banner

#Pravati Sangbad Digital Desk:

রাহুল গান্ধী অভিযোগ করেন, ২০২১ সালের অগস্টে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক হওয়ার পর থেকেই তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার্স সেভাবে বাড়ছে না। এই বিষয়ে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটার প্রধানকে গত ২৭ ডিসেম্বর লেখা এক চিঠিতে রাহুল গান্ধী অভিযোগ করেন, ২০২১ সালের অগস্টে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে ব্লক হওয়ার পর থেকেই তাঁর অ্যাকাউন্টে ফলোয়ার্স সেভাবে বাড়ছে না। তাঁর মতে সেই সময় তিনি মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তোপ দেগেছিলেন। যা অস্বস্তি বাড়িয়েছিল শাসক শিবিরে।
পরাগকে লেখা চিঠিতে রাহুল গান্ধী নাকি অভিযোগ করেন যে হয়ত মোদী সরকারের চাপে পড়েই তাঁর ফলোয়ার্স সংখ্যা বাড়তে দিচ্ছে না টুইটার।
তাই তিনি সাফ বলেছেন, ভারতকে যারা শেষ করে দিতে চাইছে, সংস্থা যেন তাদের হাতের পুতুল হয়ে না ওঠে। এইভাবে টুইটারে অনিচ্ছাকৃত জটিলতা তৈরির চেষ্টা চলছে, যেটা একেবারেই উচিত হচ্ছে না বলেও দাবি করেন রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেস নেতা শশি থারুরের ফলোয়ার্সের তুলনা করে রাহুল লেখেন, ‘আমি দিল্লির ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, কৃষকদের সমর্থন ও একাধিক মানবাধিকার ইস্যুতে সরকারের বিরুদ্ধে লড়েছিলাম। এই আবহে আমি আগেও টুইটার ইন্ডিয়ার কর্মীদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে সরকারের তরফে তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয় আমার কণ্ঠরোধ করার জন্য।’ উল্লেখ্য, গতবছর মে মাসে রাহুল গান্ধীর অ্যাকাউন্টটিকে ফলো করেন ৬ লক্ষ ৩৮ হাজার জনেরও বেশি। সেখানে অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে রাহুলের ফলোয়ার বাড়ে ২৩৮০ ও ২৭৮৮ জন করে। এই দুই মাসে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার সংখ্যা বাড়ে সাড়ে সাত লক্ষ করে। অমিত শাহের ফলোয়ার সংখ্যা বাড়ে যথাক্রমে ২ লক্ষ ৬৭ হাজার, ৩ লক্ষ ২০ হাজার করে। এই বৈষম্য নিয়েই সরব হয়েছেন রাহুল গান্ধী।
রাহুলের কথায়, "কাকতালীয়ভাবে নয়, সেই সময় ভারতের যে কোনও রাজনীতিকদের মধ্যে আমার পোস্ট করা সেই ভিডিওগুলিই জনপ্রিয় হয়েছিল। টুইটারে সবচেয়ে বেশি রিট্যুইট পোস্টগুলির মধ্যে তা ছিল।" সরকারের চাপের কাছেই হয়তো টুইটার আমার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। এরপরই মাইক্রো ব্লগিং সাইটকে সরাসরি তোপ দেগে রাহুল বলেন, "সেই একই ভিডিও ও ছবি শাসকদলের ও সরকারি কর্তাব্যক্তিরা পোস্ট করলেও টুইটার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি৷ তাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়নি। কেবল লক্ষ্যবস্তু ছিলাম আমিই ।"

এদিকে রাহুলের অভিযোগের প্রেক্ষিতে টুইটারের মুখপাত্র বলেন, "ফলোয়ার্সদের সংখ্যা সবাই দেখতে পান এবং আমরা চাই যে প্রত্যেকের এই সংখ্যার প্রতি আস্থা থাকুক৷ এই সংখ্যাগুলি অর্থপূর্ণ এবং নির্ভুল৷ প্ল্যাটফর্ম ম্যানিপুলেশন এবং স্প্যামের ক্ষেত্রে টুইটারের জিরো-টলারেন্স পদ্ধতি মেনে চলে।"জানা গিয়েছে, ২০১৫ সালে রাহুল গান্ধী টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর ১৯.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ভবিষ্যতে তিনি অন্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকবেন বলেও আশা করা হচ্ছে।

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News