পিইউসি সার্টিফিকেট বাধ্যাতামুলক – পেট্রোল ডিজেল ব্যবহারের ক্ষেত্রে

banner

#Pravati Sangbad Digital Desk:

পিইউসি সার্টিফিকেট হল “পলিউসন আন্ডার কন্ট্রোল”। রেজিস্টার্ড আছে এমন পিইউসি কেন্দ্র থেকে এই নথি দেওয়া হয়েছে। আমাদের রাজধানী দিল্লিতে প্রায় দশটি কেন্দ্রে এই ধরনের প্রায় ৯৬৬টি এমন ধরনের কেন্দ্র রয়েছে। পিইউসি সার্টিফিকেট গাড়ির দূষণের বিষয়ে অনেক তথ্য দেয়। এছাড়াও গাড়ির দূষণ মেপে দূষণ সংক্রান্ত তথ্য দেয়। এই সার্টিফিকেটে লেখা থাকে কোন গাড়ি কতটা দূষণ ছড়াচ্ছে পরিবেশে। তবে এই পিইউসি সার্টিফিকেট ব্যবহার করার জন্য নির্দিস্ট সময় থাকে। সেক্ষত্রে একটা সময় অন্তর পিইউসি সার্টিফিকেট নতুন করে করাতে হয়।
গাড়িতে পেট্রোল এবং ডিজেল ভরতে বাধ্যতামূলক হতে চলেছে “নো পলিউসন সার্টিফিকেট”। আগামীদিনে এই সার্টিফিকেট না দেখাতে পারলে মিলবে না পেট্রোল-ডিজেল। তাই সাধারণের ক্ষেত্রে এই পিইউসি নথি অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে পিইউসি সার্টিফিকেট সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষ কি ভাবছে তা জানতে চাইবে দিল্লির মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনটাই সুত্রের খবর। রাজধানীর পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, এই উদ্যোগ নেওয়ার কারণ রাজধানী শহরে যাতে দূষণ কমে।

এছাড়াও দূষণ ছড়াচ্ছে এমন গাড়ি যাতে রাজধানীর রাস্তায় না চলে তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনই সুত্রের খবর।  আপ সরকারের মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, অতিরিক্ত দূষণের কারণে দিল্লিতে শ্বাসকষ্ট জনিত রোগের প্রভাব বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারের এই নতুন উদ্যোগ অনেকটাই কাজ করবে বলে অনুমান তাঁর।
গোপাল রাই বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। পরিবেশমন্ত্রীর মতে, দিল্লি সহ গোটা উত্তর ভারতকে বিশেষ করে ঠাণ্ডার সময়ে ব্যাপক ভাবে বায়ু দূষণের মোকাবিলা করতে হয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কার্যকর হলে দুই চাকা এবং চার চাকা মালিকদের পাম্পে পেট্রোল ডিজেল ভরতে গেলে অবশ্যই পিইউসি সার্টিফিকেট দেখানো বাধ্যতামুলক হবে দাবি পরিবেশমন্ত্রীর।

এই সিদ্ধান্ত কার্যকর করার মুখ্য কারণ হল প্রত্যেকটি গাড়ির দূষণের মাত্রা ভালো ভাবে নজরে রাখা। যার ফলে এবার থেকে পকেটে রাখতেই হবে পিইউসি সার্টিফিকেট। কোন গাড়ির ক্ষেত্রে এই সার্টিফিকেট না থাকলে তাকে নতুন করে এই সার্টিফিকেট করতে হবে, না হলে তিনি গাড়িতে তেল ভরতে পারবেননা। এমনটাই জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News