আরটিপিসিআর টেস্টের খরচ এক ধাক্কাই অনেকটাই কমালো রাজ্য সরকার

banner

##Pravati Sangbad Digital Desk::

রাজ্যে এক সপ্তাহ ধরে কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে করোনা মুক্ত রোগীর সংখ্যা। ডিসেম্বরের শেষ দিকে যেখানে রাজ্যে রকেটের গতিতে বেড়ে চলেছিল করোনা সংক্রমণ বর্তমানে তা একটু হলেও থিতু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ৬০৮ জন, রাজ্যের পজিটিভিটি রেট ৩৬ শতাংশ থেকে কমে ৯.০২ শতাংশে এসে ঠেকেছে, যা নিয়ে সাময়িক স্বস্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতাতেই এক ধাক্কাই অনেকটাই কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি স্বস্তির খবর সামনে এসেছে। রাজ্য সরকারের তৎপরতাই রাজ্যের বেসরকারি ল্যাবগুলির কোভিড টেস্টের খরচ অনেকটাই কমানো হল। আরটিপিসিআর টেস্টের জন্য ৯৫০ টাকার পরিবর্তে বেঁধে দেওয়া হল ৫০০ টাকা। রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি ল্যাবগুলির উদ্দেশ্যে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, কোন ব্যাক্তির কাছ থেকে আরটিপিসিআর টেস্টের মুল্য বাবদ ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না। সাধারণত সর্দি কাশি, জ্বর বা কোভিডের যেকোনো রকম উপসর্গ থাকলে খুব সহজেই তা ধরা পরে আরটিপিসিআর টেস্টের মাধ্যমে। তাই করোনা চিকিৎসার প্রথম এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হল এই আরটিপিসিআর টেস্ট। তবে এর আগেও রাজ্য সরকারের তরফ থেকে আরটিপিসিআর টেস্টের মূল্য বেঁধে দেওয়া হয়েছিল বেশ কয়েকবার। ২০১৯ সালে করোনার প্রথম পর্বে আরটিপিসিআর টেস্ট বাবদ নেওয়া হতো প্রায় ৪৫০০ টাকা পরে রাজ্য সরকারের তরফ থেকে কমিয়ে দু হাজার টাকা করা হয়। এরপরে আবার কমিয়ে প্রথমে ১৫০০ টাকা এবং পরে ৯৫০ টাকা করা হয়েছিল, কিন্তু এবার তা আরও কমিয়ে ৫০০ টাকা করা হল। যার ফলে বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করা থেকে পিছু পা হবে না সাধারণ মানুষ বলে আশাবাদী রাজ্য সরকার, দৈনিক টেস্ট বাড়ার সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা।

তবে চলতি মাসের শুরুর দিকে আইসিএমআর এর তরফ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, এক রাজ্য থেকে ভিন রাজ্যে গেলে আর বাধ্যতামূলক নয় করোনা পরীক্ষা। এমনকি করোনা রোগীর সংস্পর্শে এলেও প্রয়োজন নেই কোভিড টেস্টের। আইসিএমআর এর এই নির্দেশিকার ফলে টেস্টের গতি অনেকটাই কমেছে বলে দাবি করছেন চিকিৎসকরা।

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News