সংগীত মহলে শোকের ছায়া- চলে গেলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর

banner

#pravati sangbad digital desk:

লতা মঙ্গেশকর, (জন্ম-২৮ শে সেপ্টেম্বর ১৯২৯ – মৃত্যু ৬ই ফেব্রুয়ারি ২০২২)এ যেন এক যুগের অবসান হল। যাঁকে আমরা সুরের সম্রাজ্ঞী বলে চিনি, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠে বুঁদ বিশ্ববাসী! থামল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সফর, শোকস্তব্ধ গোটা বিশ্ব। তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ৮ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন। ওনার ডাঃ প্রতিত সামদানি, লতাজিকে পরামর্শ দিয়েছিলেন ওই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, যখন প্রথমবারের জন্য ওনার কোভিড ধরা পরে। কিছুদিন আগে পর্যন্তও হাসপাতাল সূত্রে খবর ছিল ওনার অবস্থা স্থিতিশীল। আশা করা গিয়েছিল উনি সুস্থ হয়েই  আবার বাড়ি ফিরবেন, মিলবেন আবার সুরের দুনিয়ায়। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল।
আজ সকাল ৮.১২ নাগাদ ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মহাপ্রয়াণ ঘটে। ওনার শোক বার্তা হিসেবে শোকস্তব্ধ সংগীতমহল থেকে শুরু করে গোটা বলিউড তথা ক্রীড়া মহল পর্যন্ত। একের পর এক টুইট বার্তায় প্রত্যেকে তাদের শোক প্রকাশ করেন। উনি আসলে এতটাই জনপ্রিয়, গুণী এবং ভালো মানুষ ছিলেন , যে তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেননি এমন কোনো সেলিব্রিটি নেই।  সাধারণ মানুষও একইরকম ভাবে স্তব্ধ ওনার মৃত্যুর খবর শুনে।  তাঁর অগণিত ভক্তরা কান্নায় ভেঙে পরে।

এমএনএস সভাপতি রাজ ঠাকর, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রশ্মি, তাঁর বোন আশা ভোঁসলে এবং ভাই হৃদয়নাথ হাসপাতালে গিয়েছিলেন।
অনেক দিন ধরেই উনি হাসপাতালে লড়াই করছিলেন কোভিড ১৯ এর বিরুদ্ধে, তখনও তাঁর শ্বাসকষ্ট ছিল। তিনি কোভিড -১৯ এবং নিউমোনিয়া নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি হন। তিনি সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন এবং গত সপ্তাহে ভেন্টিলেটর সমর্থনও বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হলনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইট বার্তায় শোকজ্ঞাপন করেছেন এবং বলেছেন রাজ্যে ১৫ দিন টানা শুধু লতাজিরই গান চলবে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই গিয়েছিলেন লতাজিকে শেষ শ্রদ্ধা জানাতে এবং মুম্বাই এর শিবাজি পার্কে ওনার শেষকৃত্ত সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়।
আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার শোক উপলক্ষে  আজ  রাজ্য জুড়ে অর্ধছুটি ঘোষণা করেছেন । শেষ জীবন পর্যন্ত তিনি সঙ্গীতের সাধনাই করে গেছেন। মা সরস্বতী স্বয়ং যেন তাঁর কণ্ঠে ছিল। ২৮ দিনের লড়াই শেষ করে করে উনি আজ মুক্ত।  উনি যেখানেই থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি। 

Journalist Name : Nabanita Maity

Tags:

Related News