রাজ্যের ভোটে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকবে কিনা, তার ভার থাকবে নির্বাচন কমিশনের উপর

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই কোলকাতা পৌরসভার ভোট পর্ব শেষ হয়েছে, তারপরেই ভোট হওয়ার কথা ছিল রাজ্যের ৪ পুরো নিগমে গত ২২শে জানুয়ারি। কিন্তু ততদিনে রাজ্যে আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ, পুরোভোট বন্ধের দাবীতে জনস্বার্থ মামলাও হয়েছিল কোলকাতা হাইকোর্টে। মামলার শুনানির দিন রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি দেখে রীতিমতো হতবাক হয়েছিল হাইকোর্টের বিচারপতি। কোলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যে পুরো ভোট সংক্রান্ত নিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকেই। তারপরেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে পেছনো হয় রাজ্যের ৪ পুরো নিগমের ভোট, আগামী ১২ই ফেব্রুয়ারি রাজ্যের ৪ পুরো নিগমে ভোট অনুষ্ঠিত হতে চলেছে।

তবে রাজ্যের ৪ পুরো নিগমের নির্বাচনে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর সামনে ভোট গ্রহনের দাবীতে কোলকাতা হাইকোর্টে একটি মামালা হয়েছিল, আজ ১০ই ফেব্রুয়ারি সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে করার চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের অপরেই ছাড়ল কোলকাতা উচ্চ আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১২ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তা আদালতকে জানাতে হবে। কোলকাতা উচ্চ আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রাজ্যের পুরো নিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকবে কিনা সেই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক করবে, এছাড়া বলা হয়েছে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিবসহ বাকি কর্তাদের। দরকার হলে কেন্দ্র সরকারের সাথে রাজ্য নির্বাচন কমিশনারকে কথা বলার জন্যও বলা হয়েছে, তবে আদালতের তরফ থেকে এও বলা হয়েছে, রাজ্য পুলিশের উপস্থিতিতে যদি ভোট গ্রহণ হয় এবং যদি কোন রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে তার দায় নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। রাজ্যে পৌরসভা ভোটে যেন কোন রকম হিংসার ঘটনা না ঘটে তা দেখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। 

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News