নিলামে অঘটনের সাথে সাথে নতুন ইতিহাসও তৈরী হল, গতকাল দামি ১০ খেলোয়াড়ের মধ্যে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ৭ জন

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল আইপিএল ২০২২ নিলামের প্রথম ভাগ শেষ হয়, সেখানে ইতিহাসের সাথে সাথে একটি অঘটন ঘটে। অঘটনটি হল নিলামের সঞ্চালক হিউ অ্যাডমিদেস ওয়ানিন্দু হাসারাঙ্গার নিলাম চলাকালীন হঠাতই নিলামের পোদিয়াম থেকে পড়ে যান। নিলামে আসা সমস্ত দলের ম্যানেজমেন্টের লোকেরা আঁতকে ওঠেন, সবাই ভেবেছিলেন তিনি হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছেন। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তিনি কিছুটা হলেও সুস্থ হন। যদিও তারপর তাঁর জায়গায় নিলাম সঞ্চালনা করেন চারু শর্মা।
এবার আসা যাক ইতিহাসে, গতকালের নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে বাড়ি ফিরেছেন, তিনি হলেন ভারতীয় কিপার ব্যাটসম্যান ঈশান কিশান, যাকে  কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটি টাকায়। গত দুইদিন ধরে ঈশান কিশান মুম্বাইয়ের চার অথবা পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন এবং নজর কেড়েছিলেন সকল ভারতীয় ক্রিকেটার সমর্থকদের, এমনকি তারপর তিনি ভারতীয় দলে সুযোগ পান, যার কারণে মুম্বাই ছাড়াও দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ তাঁকে কেনার জন্য উঠে পড়ে লেগেছিল। তারপর যে ভারতীয় বোলার সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে তিনি হলেন দীপক চাহার ১৪ কোটি টাকায়, চেন্নাই সুপার কিংস এর কাছে। তারপরে ১২.২৫ কোটি টাকায় শ্রেয়াস আইয়ারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

এবার হয়তো তারা তাঁকে তাদের দলের অধিনায়ক করবেন। কাল কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আইয়ারের পরে কিনেছিল প্যাট কামিন্সকে ৭.৫ কোটি টাকায়। কিন্তু তারপর তারা নিতিশ রানাকে কেনার জন্য ৮ কোটি টাকা খরচ করে ফেলে যার ফলে কেকেআর সমর্থকদের মনে গেল গেল রব উঠেছিল। দ্বিতীয় তারপর আরো দুজন ভালো খেলোয়ার তারা কিনতে পেরেছে তাঁরা হলেন প্রাক্তন কলকাতার শিভম মাভি ও শেলডন জ্যাকসন।
পেস বোলারদের মধ্যে ১০ কোটি টাকার ওপরে যারা বিক্রি হয়েছেন তাঁরা হলেন শার্দুল ঠাকুর ১০.৭৫ কোটি (দিল্লি), হার্শল প্যাটেল ১০.৭৫কোটি (ব্যাঙ্গালোর), লকি ফার্গুসন ১০ কোটি (গুজরাট), প্রসিদ কৃষ্ণা ১০ কোটি (রাজস্থান), আবেশ খান ১০ কোটি (লখনৌ)।
এছাড়া, নামি তারকাদের মধ্যে যারা বিক্রি হলেন না তাঁরা হলেন, ডেভিড মিলার, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, মোহাম্মদ নাবি, স্যাম বিলিংস, ঋদ্ধিমান সাহা, অ্যাডাম জাম্পা, ইমরান তাহির, উমেশ যাদব। হয়তো আজ তাঁরা সকলেই দল পেয়ে যাবেন। কিন্তু নিলামের প্রথম দিনে কেউ তাঁদেরকে কিনতে আগ্রহ প্রকাশ করেননি।

Journalist Name : Tamojoy Shrimany

Tags:

Related News