অবশেষে ঝঞ্ঝাট কাটিয়ে চালু হতে চলেছে সরকারিকর্মীদের পেনশন

banner

#Pravati Sangbad Digital Desk:

গত বছর যেইসব সরকারিকর্মীরা অবসর নিয়েছিলেন তারা বেশিরভাগই অনেকেই আগেই অভিযোগ তুলেছিলেন যে পেনশন তারা এখনো পাননি। সেই সূত্র ধরেই এতদিন অনেক ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন অনেক অবসর নেওয়া কর্মীরা। তাদের কথায়, "মাঝে তো এই ঝামেলার জন্য পেনশন বন্ধ হয়ে যাবে বলেও ভেবেছিলাম, কিন্তু এখন শুনছি পেনশনের প্রাপ্য টাকা থেকে নাকি বাদ যাবে কিছু বাবদ অঙ্কের টাকা।"
এইদিকে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কিছু আর্থিক দুরবস্থার কথা ভেবেই সরকারি কর্মীদের অবসরকালীন যে মোটা অঙ্কের অর্থ তাদের প্রাপ্য হিসেবে দেওয়া হয়, তা থেকে বেশকিছু পরিমান অর্থ আটকে রেখেই পেনশন চালু করা হবে। এতে কর্মীদের বেশ সমস্যার সম্মুখীন হতে পারে বলেও জানায় কলকাতা পৌরসভা। কিন্তু সাথে পৌরসভা এও জানায় যে এই অবস্থা কিন্তু স্থায়ী নয়। আর্থিক অবস্থা কিছুটা স্বচ্ছল হলেই আবার ঠিকমতো পেনশনের ব্যবস্থা চালু হবে। 
গতমাসে বিজেপি কাউন্সিলর শ্রী সজল ঘোষ এই পেনশন ব্যবস্থা নিয়ে বিক্ষোভ দেখলে নড়েচড়ে উঠেছিল প্রশাসন। তখন কলকাতার মেয়র ফিরাদ হাকিম সকলকে জানিয়েছিলেন যে, সবার আগে পুরকর্মীদের বেতন ও পেনশন দেওয়া হবে। প্রয়োজন হলে ঠিকাদারদের পাওনা দেরিতে মেটানো হবে। 
কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার অবশ্য বলেন, ‘‘সকলেরই পেনশন চালু হয়ে যাবে। কেউ ভয় পাবেন না। অনেকের পেনশন হয়ে গিয়েছে। আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

পুর অর্থ দফতরের এক আধিকারিকের বলেছেন, "গত এক মাসে রাজ্য সরকারের থেকে পাওয়া ২৫ কোটি টাকায় ১২০ জন অবসরপ্রাপ্ত পুরকর্মীর অবসরকালীন প্রাপ্য মেটানো হয়েছে। এখন রাজ্যের কাছ থেকে মোটা টাকা না পেলে অবসরপ্রাপ্ত সকলের বকেয়া প্রাপ্য মেটানো অসম্ভব।’’
এহেন অবস্থায় বেশ হয়রানি হতে হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মীদের। তাদের কথায় জানা যায় যে, তারা প্রাপ্ত অর্থের কিছুটা অংশ পেলেও মাসিক পেনশন তারা এখন পাননি। 
বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের অভিযোগ করেন ‘‘কমিউটেশন ভ্যালু বাবদ মোটা অঙ্কের টাকা বাদ দিয়ে পেনশন চালু করার অর্থ দাঁড়ায় পেনশনের নিয়ম ভঙ্গ করা। এর ফলে অবসরপ্রাপ্তেদের বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এর বিরুদ্ধে  আমরা শীঘ্রই আন্দোলনে নামব, এবং দ্রুত বিচারের ব্যবস্থা করবো।"

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News