দেউচা পাঁচামি প্রকল্পে বাড়ল ক্ষতিপূরণের পরিমাণ

banner

#Pravati Sangbad Digital Desk:

বীরভূমের দেউচা পাঁচামি কয়লা খনি নিয়ে জট অনেক দিন ধরেই চলছে, বিগত বেশ কয়েকমাস ধরে বন্ধ খনি, কাজ হারিয়েছে বহু শ্রমিক। তবে এবার খনি নতুন করে চালু করতে বেশ উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার নবান্নে দেউচা পাঁচামি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই বড় চমক। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খনি প্রকল্পে যারা জমি দান করবেন তাদের জন্য বাড়তে চলেছে ক্ষতিপূরণের পরিমাণ। প্রকল্পের জন্য মোট জমির দরকার ২৪০০ একর, যার মধ্যে মাত্র ১০০০ একর জমি রাজ্য সরকারে, তাই প্রকল্প গড়ে তুলতে দরকার মানুষের সাহায্য এবং জমি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগে যেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, এবার তার থেকে বেশি পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, সাথে মিলবে রাজ্য সরকারি চাকরিও। তিনি আরও বলেন, “ জমি আন্দোলন আমাকে এতদূর নিয়ে এসেছে, তাই গরিব মানুষের কথা মাথাই রেখেই এই সব পরিকল্পনা”।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী, তিনি বলেন “ অনেকেই স্বেচ্ছাই জমি দান করেছেন প্রকল্পের জন্য, অনেকের জমি এখনও গ্রহণ করা বাকি, অনেক আগেই মন্ত্রী সভাই প্রকল্পের জন্য অনুমোদন মিলেছিল। এখন শুধু জমি গ্রহণ বাকি, তবে এবার ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হল অনেকটাই”। জমি দাতাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত তাদের জন্য উচ্চপদস্থ চাকরির সুযোগ থাকছে বলে জানা গিয়েছে নবান্নের তরফ থেকে। তাছাড়া আগে ঘোষণা করা হয়েছিল জমি দাতাদের মিলবে ৬০০ বর্গফুটের বাড়ি, কিন্তু এবার তা বাড়িয়ে করা হল ৭০০ বর্গফুটের বাড়ি। যারা জমিদান করবেন তাদের সকলের পরিবারের একজনকে রাজ্য পুলিশের কনস্টেবেলের চাকরি দেওয়া হবে, ইতিমধ্যে সেই জন্য রাজ্য মন্ত্রী সভাই প্রায় ৫০০০ এর বেশি শুন্যপদের অনুমোদনও মিলেছে। বাড়ি চাকরির পাশাপাশি জমিদাতাদের টাকাও দেবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ অনেকেই খনি প্রকল্পে বাঁধা দিচ্ছে, অনেক খেটে এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করছি, আমরা কোন মানুষকে বঞ্চিত করব না”। এছাড়া যেই সমস্ত মানুষের জমির কোন নথি নেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যেও ক্ষতিপূরণ দেওয়া হবে।    

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News