খারিজ হল এসএসসির আবেদন, অন্যদিকে ইন্টার্নশিপের সুযোগ ইউক্রেন ফেরত পড়ুয়াদের

banner

#Pravati Sangbad Digital Desk:

২০১৬ সালে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিলো, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতেই একাধিক বার দুর্নীতির অভিযোগ উঠেছে। চাকরি প্রার্থীরা দাবি করেছিলেন, অনেকে এসএসসি পরীক্ষায় পাশ না করেও তাদের নাম প্রকাশিত হয়েছে। সেই নিয়ে আবেদনও হয়েছে আদালতে, আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া, তবে এবার এসএসসির আবেদন খারিজ করলো কোলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ গত বৃহস্পতিবার অর্থাৎ ৩শরা মার্চ শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্তের ভার সিবিআই এর ওপরে দিয়েছিলো, কিন্তু এসএসসি সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করতে চেয়েছিল। কিন্তু আপাতত সিঙ্গেল বেঞ্চের রায়ের কপি এসএসসির হাতে না আসাই আবেদন খারিজ করলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। 
উল্লেখ্য দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কোন প্রমান দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন, সেই কারনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের দাবি করেছিলো। সেই রায়ের প্রেক্ষিতে এসএসসি ডিভিশন বেঞ্চে মামলা করতে গেলে বিচারপতি সৌমেন সেন সাফ জানিয়ে দেন, সিঙ্গেল বেঞ্চের রায়ের কপি যতক্ষণ না হাতে এসে পৌঁছবে ততক্ষন এসএসসি কোন মামলা করতে পারবে না। 

এদিকে যখন রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে আদালতে এসএসসির আবেদন খারিজ হচ্ছে ঠিক সেই সময় অন্য দিকে, ইউক্রেন থেকে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে যে সকল ভারতীয় ডাক্তারি পড়ুয়া ইউক্রেন ছেড়ে দেশে ফিরেছেন তাদের সকলকে ইন্টার্নশিপ দেবার বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশানাল মেডিক্যাল কমিশন। এনএমসি এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে পড়ুয়ারা দেশে ফিরে এসেছেন তাদের বাধ্যতামূলক ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। সরকারি হিসাবে ইউক্রেনে ডাক্তারি পাঠরত ভারতীয় পড়ুয়াদের সংখ্যা প্রায় ১৮ হাজারের কাছাকাছি, বর্তমান পরিস্থিতির কারণে তারা মাঝ পথে পড়াশোনা ছেরেই দেশে ফিরে আসছে, সরকারি ভাবে জানানো হয়েছে পড়ুয়াদের তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, তারা দেশেই ডাক্তারি পাশ করতে পারবে। সুত্র মারফৎ জানা গিয়েছে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে আবেদন গ্রহণ করার দাবি জানিয়েছে, সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আবেদন জানানো হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী কোন বিদেশি ইউনিভার্সিটির পড়ুয়া ১০ বছরের মধ্যে দেশীয় কোন মেডিক্যাল কলেজে আবেদন করার সুযোগ পাই না, কিন্তু এই জরুরি পরিস্থিতিতে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আশার আলো জাগিয়েছে ন্যাশানল মেডিক্যাল কমিশন। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পড়ুয়াদের ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট একজামিনেশন পাশ করতে হবে, তবেই তাদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।

Journalist Name : sagarika chakraborty

Tags:

Related News