রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে যোগ দিয়েছেন এক ভারতীয়

banner

#Pravati Sangbad Digital Desk:

দৈহিক উচ্চতার জন্য দুবার তাঁকে ফিরিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন কোয়েম্বাটুরের ২১ বছরের সৈনিকেশ রবিচন্দ্রন। হাতে তুলে নিয়েছেন অস্ত্র। রুশ সেনার 'চোখে চোখ' রেখে লড়ছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি যোগ দেয়নি কোনও দেশই।
ভারত তো এখনও কারও পক্ষই নেয়নি। কিন্তু তামিলনাড়ুর এই তরুণ রাশিয়ান সেনাকে ঠেকাতে যোগ দিলেন ইউক্রেনের সেনাবাহিনীতে!  
খারকিভে ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেন। এ বছরের জুলাইয়ে সেই কোর্স শেষ হওয়ার কথা। তাঁর মাঝেই রুশ আগ্রাসনের কবলে পড়ে ইউক্রেন। আর সেই লড়াই যেন রবির স্বপ্নকে বাস্তবের রুপ দিল। ইউক্রেনে অ্যারোস্পেস নিয়ে পড়তে গেলেও সেনা হওয়ার সুপ্ত বাসনা থেকেই গিয়েছিল রবির মনে। আর সেই সুযোগটাও এসে গেল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনাকে কেন্দ্র করে।

পরিবার সূত্রে খবর, বরাবরই ভারতীয় সেনায় যোগ দিতে চাইতেন সাইনিকেশ রবিচন্দ্রণ । দ্বাদশ শ্রেণি পাস করার পর সেই চেষ্টাও করেন তিনি। এমনকী, মার্কিন সেনায় যোগ দিতে চেয়ে চেন্নাইতে অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁকে খালি হাতেই ফিরতে হয়। এরপরই খারকিভে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে যান সাইনিকেশ রবিচন্দ্রণ । ২০২১-এর জুলাই মাসে শেষবার ভারতে আসেন সাইনিকেশ। রাশিয়া - ইউক্রেন যুদ্ধের সময় পরিবারের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দেন সাইনিকেশ। এরপর ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পরিবার জানতে পারে ইউক্রেনীয় সেনায় যোগ দিয়েছেন তরুণ।

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News