Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

আবারও তৃতীয়বারের জন্য যুদ্ধে বিরতি ঘোষণা করল রাশিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

রাশিয়া তৃতীয়বারের জন্য ঘোষণা করল যুদ্ধের বিরতি। রাশিয়া এই যুদ্ধের বিরতি ঘোষণা করেছে ফরাসি প্রেসিন্টের বিরুদ্ধে। রাশিয়া জানিয়েছে, মানবিক করিডর তৈরী করে মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্যেই এই যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়েছে। প্রকৃতভাবে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে কিভ, মারিউপোল, খারকিভ ও সুমিতে। বর্তমানে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া ইউক্রেনে আটকে রয়েছেন। অপরদিকে, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
এবারে ফরাসি প্রেসিডেনেটর অনুরোধ মেনেই ইউক্রেনের বিরুদ্ধে তৃতীয়বারের জন্য সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন পুতিন। হিউম্যান করিডর তৈরী জন্যই এই বিরতি ঘোষিত হয়েছে। বরাবরই সাধারণ নাগরিকদের হত্যার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। গতকালই সমস্ত রুশ সেনারা যুদ্ধ বিরতি চলাকালীন নাগরিকদের উপর এলোপাথারি গুলি চালিয়েছিল। তাতে মৃত্যু হয় এক সাধারণ নাগরিক সহ দুই শিশুর। জেলনস্কি হুঙ্কারের সাথে জানিয়েছেন, নির্বিচারে রাশিয়াকে এই হত্যার ক্ষমা করা হবে না।

ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা এবং স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ঘোষণা করা হয়েছে যুদ্ধ বিরতি। এর আগে ২ বার রাশিয়া যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে। কিন্তু প্রতিবারই রুশ সেনার বিরুদ্ধে বোমা বর্ষণের অভিযোগ উঠেছিল। এদিকে শোনা যাচ্ছে, রাশিয়ার বিরুদ্ধে আজই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন। এছাড়াও মোদিজী ইউক্রেনের প্রেসিডেনেটর সাথেও কথা বলবেন। গতকালই যুদ্ধ থামানোর অনুরোধে ইউক্রেনের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন।

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News