৭০০ জোড়া নতুন চাকা আসতে চলেছে কলকাতা মেট্রো রেলের

banner

#Pravati Sangbad Digital Desk:

মেট্রোরেলে দেখা দিয়েছে সমস্যা ক্ষয়ে যাচ্ছে এসি রেক চাকা। ঠিক এই কারণেই বাতিল করা হচ্ছে মেট্রোর সাতটি এসি রেকের চাকার। নাম প্রকাশ না করা একমাত্র চালক বলেন এই সমস্যা হচ্ছে বলে মেট্রোর গতিবেগে নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পথে এই নির্দেশিকা জারি করা হয়েছে। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত গতিবেগ সর্বাধিক ঘণ্টায় ৩০ কিলোমিটার এর নিচে স্থির করা হয়েছে। অত্যাধিক গতির জন্য চাকার ক্ষয় দেখা দিয়েছে বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। মূলত হর্ণ সমস্যা দেখা দিচ্ছে তা হল এসি রেকের চাকা খোয়ে খোয়ে সরু হয়ে যাচ্ছে। গতিবেগের কারণে অস্বাভাবিক ঘর্ষণ হচ্ছে এবং তাতেই চাকার দুই প্রান্তে ক্ষয় হতে শুরু করেছে। প্রথম এই ঘরের কথা জানান নোয়াপাড়া কারশেড। পরিস্থিতি ঠিক রাখতে অবিরত কাজ করেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল থেকে আসা কর্মী। 

তবে এইবার ৭০০ জোড়া নতুন চাকা আসতে চলেছে কলকাতা মেট্রো রেলের জন্য। সব চাকা বদল করার পর বাড়তি চাকাও জরুরী পরিস্থিতির জন্য রেখে দেওয়া হবে। মেট্রোরেল সূত্রে খবর কবি সুভাষ থেকে উত্তম কুমার স্টেশনের মাঝে অনেক বাকি থাকায় মেধা রেলের চাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাকার ফ্ল্যাঞ্জ অর্থাৎ চাকার দুই প্রান্তে কানের মত থাকা যে দুটি অংশ তা অতিরিক্ত ভাবে শুরু হয়ে গেছে। চাকার সাথে সাথেই লাইনেরও ক্ষয় পেয়েছে। সেই কারণেই লাইন বদল করা হয়েছে অনেক জায়গায় এবং নতুন চাকার অর্ডার দেয়া হয়েছে। সূত্র থেকে জানা যাচ্ছে যে ক'টি মেট্রোরেল চলে সব কটি চাকা বদল করা হবে। এছাড়াও রেখে দেয়া হবে কিছু অতিরিক্ত চাকা তার জন্য ১৪০০ চাকার অর্ডার দেওয়া হয়েছে। এই সমস্ত কাজ গুলি সম্পন্ন হবে নোয়াপাড়া কার সেডে। এছাড়াও এই কারণে বিদেশি যন্ত্র দিয়ে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হচ্ছিল। যা দিয়ে মসৃণ করা হয়েছিল লাইন। কলকাতা মেট্রো এখন মোট ৩০টি রেক চলে এবং সবকটি এসি। একএকটি রেকে ৩২টি করে চাকা আছে যা সব মিলিয়ে দুই দফায় ১৪০০ টি হচ্ছে। তবে এসি মেট্রন এই সমস্যা দেখা দিচ্ছে বলে পুনরায় কি আসতে পারে ননএসি। তা এখনো জানা যায়নি।

Journalist Name : sagarika chakraborty

Tags: