জাতীয় কংগ্রেসের অস্তিত্ব কি সত্যিই বিলীন হতে চলেছে?

banner

#Pravati Sangbad Digital Desk:

চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের গত বিধানসভা নির্বাচনে হতাশাজনক প্রদর্শন করেছে কংগ্রেস । একদিকে যেমন আশানুরূপ প্রদর্শন করতে পারেনি গেরুয়া শিবির, তেমনি অন্যদিকে হতাশ করেছে কংগ্রেসও। পশ্চিমবাংলায় যেমন খাতাই খুলতে পারেনি তারা তেমনই হাতছাড়া হয়েছে আসাম,পুদুচেরি, কেরলাও। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব এখন বড়োসড়ো প্রশ্নের মুখে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এমনিতেই মোদি ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি কংগ্রেস। 
২০২৪ সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য বিরোধী ঐক্যে কংগ্রেসকে কোন দল জোটে নেয়, সেটিই আপাতত লাখ টাকার প্রশ্ন। কিন্তু রাজ্য তথা জাতীয় রাজনীতিতে সংগঠন ও অস্তিত্ব হারিয়ে দুর্বল সিপিএমের এখন একমাত্র চিন্তা, অন্তত কংগ্রেস তাদের সঙ্গে নেবে তো? যার ফলে আগামী সপ্তাহে দলের কংগ্রেস-সখ্য সুনিশ্চিত করতে ফের বৈঠকে বসছে দলের পলিটব্যুরো। দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াদিল্লির এ কে গোপালন ভবন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর দু’দিনের পলিটব্যুরো বৈঠকে বসবে দল। জাতীয় রাজনীতিতে যেখানে কংগ্রেসেরই অস্তিত্ব বিপন্ন, সেখানে তাদের লেজুড় হিসেবে জুড়ে থাকতে সিপিএম তথা বাম দলগুলি এভাবে নিজেদের মধ্যে তর্ক করছে কেন? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। 

ওই প্রবণতা বজায় রেখেই আগের দুই বৈঠকে একইভাবে কংগ্রেস প্রশ্নে আড়াআড়ি বিভক্ত হয় দলের কারাত এবং ইয়েচুরি শিবির। তাও কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। আগামী জানুয়ারিতে এই একই এজেন্ডায় কেন্দ্রীয় কমিটির বৈঠকও করবে দল। তার আগে আগামী সপ্তাহে পলিটব্যুরো বৈঠকে বসে এই ব্যাপারে একটা মীমাংসা করে নিতে চাইছেন সিপিএম নেতারা। তারপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতে চাইছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির কোর্টে। আগামী এপ্রিলে কেরলে সিপিএমের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। সেখানেই পরবর্তী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দলের কৌশলগত রাজনৈতিক লাইন চূড়ান্ত করতে চলেছে সিপিএম। সংবাদমাধ্যমে নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করতে গিয়ে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে কংগ্রেসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন  যে, “একথা একদম ঠিক যে পার্টি ভালো প্রদর্শন করতে পারেনি। এর জন্য আত্মসমীক্ষা প্রয়োজন। আসামে আমরা হেরেছি কেরলেও হেরেছি। তবে বিজেপিও তো হেরেছে। বাংলায় ওরা দু’শোর বেশি আসন পাওয়ার দাবি করেছিল, কিন্তু শেষমেশ কি হলো? কংগ্রেসের অস্তিত্ব মোটেই বিপন্ন নয়। পার্টির আত্মচিন্তন করা প্রয়োজন।”
কমলনাথ এও বলেন, "আমরা বর্তমানে সরকারে নেই। তাও কংগ্রেস মানুষের কথা ভাবে, কাজ করে মানুষের কথা ভেবেই। মধ্যপ্রদেশ নিয়েই বলি আর দেশের সম্পর্কেই বলি, দেশ এখন সরকারের ভরসায় নেই রয়েছে ভগবানের ভরসায়। বেডের জন্য লাইন, অক্সিজেনের জন্য লাইন, শশ্মান, কবরস্থানে অবধি লাইন আর তাও অনেকেই  বলছেন কংগ্রেস কিছু করছে না।”

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News